বলিউড তারকা গোবিন্দা সম্প্রতি সেটে দেরিতে পৌঁছানোর পুরোনো অভিযোগ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করে বলেন,
2
6
বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই গোবিন্দার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি সেটে প্রায়শই দেরি করে আসতেন! যার ফলে প্রযোজক-পরিচালকদের বহু সমস্যার সম্মুখীন হতে হতো। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা জানান যে তিনি মনে করেন এই ধরনের গুজব তৈরি করা হয়েছে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য। তাঁর মতে, তাঁর সাফল্যের কারণে কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচার চালিয়েছিল।
3
6
অভিনেতা দৃঢ়তার সঙ্গে দাবি করেন, অতীতে কোনও প্রযোজক বা পরিচালক প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেননি বা আইনি ব্যবস্থা নেননি। যদি তাঁর কাজের ধরনে সত্যি কোনও বড় সমস্যা থাকত, তবে নিশ্চয়ই কেউ না কেউ সাহস করে প্রতিবাদ করতেন। তাঁর এই মন্তব্য বুঝিয়ে দেয় যে গোবিন্দা এই সকল অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন।
4
6
গোবিন্দা এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর কর্মজীবনের একটি সময়ে যখন তিনি একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ শুরু হয়। তাঁর প্রশ্ন, যদি তিনি এতই অপেশাদার হতেন, তবে এত সফল ছবি কী করে উপহার দিলেন? তিনি বোঝাতে চেয়েছেন যে তাঁর কাজের ক্ষমতাকে খাটো করার জন্যই এই সব গুজব রটানো হয়েছিল।
5
6
অভিনেতা এই সময়টুকুকে তাঁর জীবনের অন্যতম কঠিন পর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় অনেকেই তাঁকে ভুল বুঝেছিল এবং তাঁর দিকটা বোঝার চেষ্টা করেনি। এখনকার তারকাদের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, এখন অনেক বড় বড় অভিনেতাই তো দেরিতে সেটে আসেন বা নিজেদের সুবিধা অনুযায়ী শুটিংয়ের তারিখ পরিবর্তন করেন। কিন্তু তাঁদের নিয়ে এত কথা হয় না, অথচ তাঁর নামেই সব দোষ দেওয়া হয়েছিল।
6
6
গোবিন্দার এই বিস্ফোরক প্রতিক্রিয়া ইন্ডাস্ট্রিতে তাঁর সময়ানুবর্তিতা নিয়ে চলা পুরনো বিতর্কে নতুন করে হাওয়া দিল। অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে যারা তাঁর সম্মানহানির চেষ্টা করেছে, তাদের কোনও ক্ষমতাই ছিল না তাঁকে থামানোর।