এক চিমটে বেকিং সোডাতেই জব্দ হাজারও রোগ! গ্যাস-অম্বল দূরে রাখা সহ পাবেন আর কী কী উপকার?
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ১৭ : ২২
শেয়ার করুন
1
8
বিভিন্ন রান্না, কেক বানানোর জন্য লাগে এক চিমটে বেকিং সোডা। কিন্তু জানেন কি রান্নাতে ব্যবহার করা ছাড়াও বেকিং সোডার একাধিক উপকারিতা আছে? এটা বিভিন্ন ধরনের রোগ বালাইকে দূরে রাখে। গ্যাস, অম্বল রোধ করা সহ আর কী কী উপকার করে এই উপাদান? ছবি- সংগৃহীত
2
8
বেকিং সোডা অ্যালকালাইন। ফলে এটা যে কোনও ধরনের অ্যাসিডকে নিউট্রেলাইজ করে। পিএইচ লেভেলকে ব্যালেন্স করে। সেই কারণে ত্বকে কোনও অ্যাসিড তৈরি হয় না। পেটেও কোনও রকম অ্যাসিড তৈরি হয় না। ফলে গ্যাস, অম্বলের ঝুঁকি কমে। ছবি- সংগৃহীত
3
8
অ্যান্টাসিড হিসেবে কাজ করে বেকিং সোডা। গ্যাস হলে দ্রুত স্বস্তি পেতে চাইলে এটি এক চামচ জলে গুলে খেয়ে নিন। ছবি- সংগৃহীত
4
8
মাংসপেশি তৈরি করতে বা ক্ষত সারিয়ে আগের অবস্থায় ফিরতে সাহায্য করে বেকিং সোডা। এটি ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া আটকায়। ফলে শরীর চর্চা করতে গিয়ে বা অন্য ভাবে কোনও ব্যথা পেলে সেটা দ্রুত কমাতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
5
8
প্রদাহ কমাতে সাহায্য করে বেকিং অ্যাসিড। এক চিমটে বেকিং সোডা এক গ্লাস জলে গুলে খেলে গাঁটের ব্যথা কমে। ফোলা ভাব কমে। হাঁটাচলা করতে সুবিধা হয়। ছবি- সংগৃহীত
6
8
শরীর থেকে টক্সিন বের করতে কিডনি ঠিক থাকা ভীষণই জরুরি। বেকিং সোডা রক্তে অ্যাসিডকে ব্যালেন্স করে, যা আখেরে কিডনির চাপ কমায় কিছুটা হলেও। ফলে কিডনি ভাল রাখতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
7
8
যাঁদের মুখে দুর্গন্ধ হয় তাঁদের জন্যও খুব উপকারি বেকিং সোডা। এটা দুর্গন্ধ কমানোর পাশাপাশি দাঁত সাদা করে। মুখের রোগের ঝুঁকিও কমায়। ছবি- সংগৃহীত
8
8
অল্প ঘামলেই বগলে দুর্গন্ধ হয়? তাহলে বেকিং সোডাকে ন্যাচরাল ডিওডরেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অল্প করে বেকিং সোডা নিয়ে বগলে দিয়ে দিলে যেমন দুর্গন্ধ হবে না, তেমনই কোনও রাসায়নিক ছাড়াই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ছবি- সংগৃহীত