জৌলুস ধরে রাখতে খান মাছের ঝোল! ঋত্বিক রোশনের শরীরে বইছে কোন বাঙালি গায়িকার রক্ত?
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ১৭ : ১৭
শেয়ার করুন
1
5
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ধমনীতে যে বাঙালির রক্ত বইছে, সে কথা তিনি মাঝেমধ্যেই সগর্বে প্রকাশ করেন। সম্প্রতি খুড়তুতো ভাই ঈশান রোশনের বিয়ের অনুষ্ঠানে 'গ্রিক গড' সম্পূর্ণ অন্য এক রূপ ধরা দিলেন, যা দেখে নেটপাড়ার বাঙালি ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। মুম্বইয়ের চাকচিক্য আর বলিউডের গ্ল্যামার সরিয়ে রেখে হৃতিক যেন এদিন হয়ে উঠেছিলেন নিখাদ ঘরের ছেলে।
2
5
ঈশান রোশনের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হৃতিক ছিলেন মধ্যমণি। তবে নজর কেড়েছে তাঁর সাবেকি সাজ। হালকা ক্রিম রঙের পাঞ্জাবি ও সাদা পালাজো প্যান্টে এদিন সেজেছিলেন অভিনেতা। সমাজমাধ্যমে শেয়ার হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, হৃতিক শুধু পোশাকেই নয়, বরং আচার-আচরণেও আগাগোড়া বাঙালি সংস্কৃতি বজায় রেখেছেন। বিয়ের পিঁড়িতে বসা ভাই ঈশানের সঙ্গে তার খুনসুটি হোক কিংবা পরিবারের বড়দের সঙ্গে আশীর্বাদ নেওয়া— সব কিছুতেই মিশে ছিল আদ্যোপান্ত এক 'বাঙালি বাবু'র মেজাজ।
3
5
অভিনেতা সমাজমাধ্যমে লেখেন, 'আমার মধ্যে থাকা ২৫ শতাংশ বাঙালি জিনের কারণেই এই ঔজ্জ্বল্য।' সঙ্গে তিনি হ্যাশট্যাগে লেখেন, মাছের ঝোল ও সোনার বাংলা। বাঙালিয়ানার সঙ্গে কী সম্পর্ক অভিনেতার? আসলে হৃতিকের ঠাকুরমা ছিলেন বাঙালি গায়িকা ইরা মৈত্র। দিল্লির রেডিয়ো সংস্থার মারফত হৃতিকের দাদু রোশনলাল নাগরথের সঙ্গে আলাপ হয়েছিল বাঙালি গায়িকা ইরার। সেখান থেকে বিয়ে।
4
5
সেই সূত্রেই রোশন পরিবারের অন্দরে বরাবরই বাংলা সংস্কৃতির একটা চোরাস্রোত বয়ে গিয়েছে। ঈশানের বিয়ের এই উৎসব যেন সেই সুপ্ত বাঙালি সত্তাকেই আরও একবার প্রকাশ্যে নিয়ে এল।
5
5
অনুষ্ঠানে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে তাঁর দুই ছেলে, প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাকেও। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। ছবির ক্যাপশনে হৃতিক না লিখলেও তার চোখেমুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর অভিনেতার বাঙালি-অনুরাগীদের উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে!