'বিগ বস ১৯'-এর ট্রফি জেতার দৌড়ে সেরা পাঁচে ছিলেন গৌরব খান্না, ফারহানা ভাট, আমাল মালিক, তানিয়া মিত্তল, এবং প্রণীত মোর।অবশেষে প্রতীক্ষার অবসান! রোমাঞ্চ, নাটক এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট উঠল অভিনেতা গৌরব খান্নার মাথায়। এই সিজনের বিজয়ী হিসাবে, গৌরব শুধুমাত্র আকাঙ্ক্ষিত ট্রফিটিই জেতেননি, সঙ্গে নিয়ে গেলেন ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার এবং বিলাশবহুল গাড়ি।
2
6
দীর্ঘ চার মাস ধরে চলা এই শো-এর, জমকালো গ্র্যান্ড ফিনালে রবিবার রাতে অনুষ্ঠিত হয়।গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে বরাবরের মতোই ছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। ফিনালেতে শীর্ষ তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে বিজয়ী হবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে চরম উত্তেজনা ছিল। ভোটের মার্জিন ছিল অত্যন্ত কম। টান টান উত্তেজনার মাঝে, যখন সলমন খান বিজয়ী হিসেবে গৌরবের নাম ঘোষণা করেন, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুরাগী ও পরিবারের সদস্যরা।
3
6
অভিনেতা হিসেবে পরিচিত গৌরব খান্না তাঁর যাত্রা শুরু থেকেই অত্যন্ত বুদ্ধিমত্তা এবং শান্ত মেজাজে খেলেছেন। বাড়ির ভিতরে কঠিন পরিস্থিতিতেও তাঁর ধৈর্য এবং প্রতিপক্ষের প্রতি সম্মান তাঁকে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। তাঁর সৎ এবং স্পষ্টবাদী আচরণই তাঁকে সাধারণ জনগণের 'ভোট' এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
4
6
ট্রফি জেতার পর গৌরবের টিম থেকে সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তা ভাগ করা হয়। সেখানে লেখা, 'অবশেষে এই সফর অবশেষে শেষ হলো… এবং কী দারুণ সমাপ্তি! ট্রফি ঘরে এসেছে। অনেকেই বারবার জিজ্ঞাসা করছিল, গৌরব বিগ বস-এ গিয়ে কী করবে? আর আমরা যেমনটা সবসময় বলেছিলাম— গৌরব আমাদের সবার জন্য ট্রফি ঘরে আনবে। তিনি এনেছেন।'
5
6
লেখা ছিল, 'এই যাত্রা ছিল সবচেয়ে সুন্দর উপায়ে আবেগপূর্ণ। আমরা গৌরবের সঙ্গে প্রতিটি দিন অতিবাহিত করেছি, প্রতিটি উত্থান, প্রতিটি ধাক্কা, শক্তি এবং মর্যাদার প্রতিটি মুহূর্ত। আর আজ, এই জয়টা ব্যক্তিগত মনে হচ্ছে। এটা সেই প্রতিটি মানুষের জন্য জয়, যাঁরা বিশ্বাস করেছেন, ভোট দিয়েছেন, তাঁর পাশে দাঁড়িয়েছেন, যাঁরা তাঁর স্বপ্নকে নিজেদের করে তুলেছিলেন।'
6
6
সেখানে আরও লেখা, 'আজ, আমরা শুধু একটি ট্রফি উদযাপন করছি না। আমরা বিশ্বাস, ভালবাসা এবং একসঙ্গে থাকাটাও উদযাপন করছি। আমরা একসঙ্গে জিতছি। আমাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই।'