মনটা ভারী না কি খুঁজছেন কোনও সাসপেন্সে ভরা গল্প? হয়তো আবার দেখতে চাইছেন এমন কিছু যা কাঁদাবে, হাসাবে, ভাবাবে একসঙ্গে? যাই-ই হোক না কেন, নেটফ্লিক্সের নতুন লাইনআপে রয়েছে সব মুডের জন্য সাজানো গল্পের থালা! টানটান থ্রিলার থেকে হৃদয়ছোঁয়া ড্রামা, ডার্ক কমেডি থেকে হরর - এই সপ্তাহের রিলিজগুলিতে রয়েছে সাতরকম স্বাদ, সাতরকম আবেগ। এবার দেখে নিন, কোন মুডে কোন সিনেমা আপনার জন্য পারফেক্ট।
2
8
ইডলি কড়াই: ধনুষ অভিনীত এই ফিল্মটি সম্প্রতি ওটিটিতে প্রিমিয়ার হয়েছে। গল্প এক শিক্ষিত কর্পোরেট এক্সিকিউটিভকে ঘিরে, যিনি শহরের চাকরি ছেড়ে গ্রামে গিয়ে খুলে ফেলেন ইডলির দোকান! জমজমাট অ্যাকশন বা থ্রিল নয়।মন ছুঁয়ে যাওয়া, মাটির গন্ধে ভরা গল্প দেখতে চাইলে এই ফিল্মটাই বেছে নিন।
3
8
হিউম্যানস ইন দ্য লুপ: ঝাড়খণ্ডের এক আদিবাসী নারী হঠাৎই কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জগতে জড়িয়ে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় প্রযুক্তি, নৈতিকতা আর সমাজের অদৃশ্য বৈষম্যের লড়াই। মাতৃত্ব, সংস্কৃতি আর মেশিন - তিনের মিশেলে তৈরি এই ফিল্ম সত্যি ভেবে দেখার মতো।
4
8
ডেথ বাই লাইটনিং: ঐতিহাসিক ড্রামা ঘরানার এই ফিল্মে দেখা যাবে জেমস গারফিল্ডের জীবন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে আমেরিকার ২০তম প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু তাঁর সাফল্যের কাহিনি শেষ হয় এক ভয়ঙ্কর আততায়ীর হাতে।
5
8
মাই সিস্টার্স হাজব্যান্ড: নতুন বিবাহিত এক নারীর নিখুঁত জীবনে হঠাৎ ঝড় তোলে ছোট বোনের আগমন। তারপর শুরু হয় প্রেম, বিশ্বাসঘাতকতা আর মানসিক টানাপোড়েনের এক জটিল গল্প। সম্পর্কের ড্রামা যদি আপনার পছন্দের হয়, তবে এই সিনেমা একদম মিস করবেন না।
6
8
এক চতুর নার: দিব্যা খোসলা পরিচালিত এই ডার্ক কমেডি থ্রিলারে দেখা যাবে এক বস্তির মেয়ে, যে কাকতালীয়ভাবে পায় এক দুর্নীতিগ্রস্ত পাওয়ার ব্রোকারের ফোন। শুরু হয় ব্ল্যাকমেল, মিথ্যে, আর বুদ্ধির লড়াই- এক সত্যিকারের ইঁদুর-বিড়ালের লড়াই!
7
8
ফ্র্যাঙ্কেনস্টাইন: হরর ও সায়েন্স ফিকশন ঘরানার এই ক্লাসিক গল্পে এক বিজ্ঞানীর দুঃসাহসিক পরীক্ষা থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর সৃষ্টি। তারপর? সৃষ্টিকর্তা আর সৃষ্টি- দু’জনেরই পতনের কাহিনি!
8
8
বারামুলা: মানব কল অভিনীত এই হরর থ্রিলারে দেখা যাবে কাশ্মীরের এক অফিসারকে, যিনি শিশুদের নিখোঁজ হওয়ার রহস্য খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন অদ্ভুত এক অতিপ্রাকৃত ঘটনার জালে। অপরাধ তদন্ত, অতিপ্রাকৃত ভয় আর সমাজের অন্ধকার বাস্তব- তিনে মিলে এক হাড় কাঁপুনি দেওয়া অভিজ্ঞতা!