কেরিয়ার শুরু করেছিলেন চূড়ান্ত সাফল্য দিয়ে। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। বরং কিছুটা অন্ধকারেই চলে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। শেষ পর্যন্ত তাঁর নাম জড়িয়ে গিয়েছিল দেহব্যবসার সঙ্গেও। সবমিলিয়ে অভিনেত্রীর নাম বললেই যেমন মাথায় আসে সাবলীল অভিনয়ের কথা, তেমনই মনে পড়ে যায় বিতর্কের কথাও।
2
10
শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু হয় শ্বেতার। ২০০২ সালে ‘মকড়ি’ চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ‘ইকবাল’ (২০০৫) চলচ্চিত্রে খাদিজার ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করে দর্শকদের। কিন্তু তার পরই যেন হারিয়ে যান তিনি।
3
10
২০১৪ সালের ৩১শে আগস্ট, হায়দরাবাদের বানজারা হিলসের একটি হোটেল থেকে শ্বেতা বসু প্রসাদকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
4
10
পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়, শ্বেতা বসু প্রসাদ অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। উদ্ধার করার পর, তাঁকে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
5
10
ঘটনার পর শ্বেতা গণমাধ্যমে জানান, তাঁকে জোর করে এই কাজে ফাঁসানো হয়েছিল। তিনি দারিদ্র্যের কারণে এই পেশায় আসতে বাধ্য হননি, বরং ভুল বুঝিয়ে এই কাজে জড়ানো হয়েছিল তাঁকে।
6
10
তবে অভিনেত্রীর নিজের কথাতেই বারবার বিতর্ক তৈরি হয়েছে। একবার সাংবাদিকদের তিনি জানান, শুধু তিনি নন, বলিউডের অনেক নায়িকাকেই জীবনের কোনও না কোনও পর্যায়ে এই ধরনের কাজ করতে হয়। কেরিয়ার বাঁচাতে বাধ্য হয়ে এসব করেন তাঁরা।
7
10
ঘটনার পর, শ্বেতা বসু প্রসাদকে নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়। কেউ কেউ তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন, আবার কেউ কেউ তার সমালোচনা করেন। তবে ২০১৪ সালের ডিসেম্বরে, হায়দরাবাদের একটি নিম্ন আদালত শ্বেতাকে অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালত জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
8
10
শ্বেতা বসু প্রসাদ আবার অভিনয় জীবনে ফিরে এসেছেন। ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২২) এর মতো সফল ছবিতে যেমন দেখা গিয়েছে তাঁকে, তেমনই দেখা গিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'ক্রিমিনাল জাস্টিস'-এও।
9
10
ঘটনাটি অনেকের স্মৃতি থেকে মুছে গেলেও অনেকেই আজও এই ঘটনাটিকে বলিউডের একটি অন্ধকার দিক হিসাবে মনে রেখেছেন। তাঁদের মতে এটি দেখায় যে, কীভাবে নারীদেরকে জোর করে বা পরিস্থিতির শিকার হয়ে দেহব্যবসায় লিপ্ত হতে হয়।
10
10
২০১৮ সালে ১৩ ডিসেম্বর তিনি চলচ্চিত্র নির্মাতা রোহিত মিত্তালকে বিয়ে করেন। সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৯-এর ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা।