দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় শ্রীলঙ্কার উপর অবস্থানরত ঘূর্ণিঝড় দিতওয়াহ গত ছ’ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
2
6
শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাত্তিকালোয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, হাম্বানটোটার ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে, ত্রিঙ্কোমালির ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, চেন্নাই থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
3
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ৩০ নভেম্বর ভোরের আগে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকট দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে।
4
6
তবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় খুব একটা পড়বে না। বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতে। সর্বনিম্ন তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
5
6
পশ্চিমবঙ্গের এক-দুটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। কোথাও কোথাও অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। দক্ষিণবঙ্গের এক-দুটি স্থানে বেড়েছে তামপাত্রা।
6
6
শনিবার দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, কল্যাণী ও শ্রীনিকেতনে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গেছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।