বাঙালির কাছে তিনিই 'অপু', তিনিই 'ফেলুদা'। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালে আজকের দিনেই তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর প্রয়াণ দিবসে জেনে নিন তাঁর বিষয়ে এই অজানা তথ্য।
2
7
উত্তম কুমার পর্যন্ত বলিউডে কাজ করেছেন। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় কখনই কোনও হিন্দি ছবিতে কাজ করেননি। তাঁর কাছে যে হিন্দি ছবির অফার আসেনি এমনটা একেবারেই নয়। তিনি অফার পেয়েও ফিরিয়ে দিয়েছেন।
3
7
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে তিনটি হিন্দি ছবির অফার এসেছিল। কিন্তু তা ফিরিয়ে দেন। ভাবছেন কোন ছবি? একটি হল 'আনন্দ'।
4
7
সাতের দশকে হৃষিকেশ মুখোপাধ্যায় 'আনন্দ' ছবিটির চিত্রনাট্য লেখার পর নায়ক খুঁজছিলেন। সেই সময় তিনি ঠিক করেন রাজেশ খান্না এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিটি বানাবেন।
5
7
রাজেশ খান্না চিত্রনাট্য পড়ে সম্মতি জানালেও, সৌমিত্র চট্টোপাধ্যায় সময় চেয়ে নেন। পরবর্তীতে না করে দেন তিনি পরিচালককে। কিন্তু কেন?
6
7
জানা যায়, সেই সময় অন্য বাংলা ছবির প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাই 'আনন্দ' ছবির অফার পাওয়ার পরেও তাঁকে সেটা ফিরিয়ে দিতে হয়েছিল। এটা নিয়ে তাঁর আফসোস ছিল। 'আনন্দ' ছবিটির চিত্রনাট্য এবং চরিত্র দুই পছন্দ হয়েছিল তাঁর। পরবর্তীতে সেই চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।
7
7
অন্যদিকে বলিউডের আর যে দুটো ছবির অফার ছেড়েছিলেন সেগুলো হল 'কলিযুগ' এবং 'পিঙ্ক'। প্রসঙ্গত এই 'পিঙ্ক' ছবিতেও অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল।