নরেন্দ্র মোদীর মা হবেন রবিনা ট্যান্ডন! কবে আসছে প্রধানমন্ত্রীর বায়োপিক?
নিজস্ব সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৫ ১৬ : ৪৫
শেয়ার করুন
1
6
আসছে বহু প্রতীক্ষিত বহুভাষিক বায়োপিক 'মা বন্দে'। ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন মালায়ালম তারকা উন্নি মুকুন্দন।
2
6
ক্রান্তি কুমার চৌধুরি পরিচালিত এবং সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্সের ব্যানারে বীর রেড্ডি প্রযোজিত এই ছবিটি মূলত মা ও ছেলের আবেগপূর্ণ ও আধ্যাত্মিক বন্ধনকে তুলে ধরবে। ছবির ট্যাগলাইন 'দি অ্যান্থেম অফ আ মাদার'। ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে, আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হয়েছিল।
3
6
রবিনা ট্যান্ডন এই চরিত্রে অভিনয় করতে পেরে গভীরভাবে অনুপ্রাণিত। তিনি হীরাবেনকে 'শক্তি, গভীরতা এবং দৃঢ়তার প্রতীক' হিসেবে বর্ণনা করেছেন। ছবিতে হীরাবেনের ছোটবেলার কঠিন সংগ্রাম, অল্প বয়সে মা হারানোর যন্ত্রণা এবং কীভাবে তিনি নীরব সাহস আর ধৈর্যের সঙ্গে তাঁর পরিবারকে ধরে রেখেছিলেন, সেই সমস্ত অধ্যায় দেখানো হবে।
4
6
'মার্কো' খ্যাত অভিনেতা উন্নি মুকুন্দন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি এক্স (পূর্ব টুইটার)-এ জানান, এই ছবিটি এমন একজন মানুষের গল্প, যিনি ব্যক্তিগত বাধা পেরিয়ে 'যুগের বিপ্লবে' পরিণত হয়েছেন। তিনি আহমেদাবাদে বেড়ে উঠেছেন এবং শৈশবে মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে চিনতেন। এপ্রিল ২০২৩-এ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের অভিজ্ঞতাও তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল।
5
6
জানা গিয়েছে, এই বায়োপিকটি উচ্চাকাঙ্ক্ষী সিনেমাটিক স্কেলে তৈরি করা হচ্ছে, যেখানে মোদীর জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলি ফুটিয়ে তোলার জন্য উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্রের প্রয়োজনে রবিনা ট্যান্ডনকেও সম্পূর্ণ শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে।
6
6
এই বায়োপিকটি কেবল একজন রাজনৈতিক নেতার গল্প নয়, বরং তাঁর জীবনে তাঁর মায়ের অবিচল ভূমিকা, ত্যাগ এবং সহনশীলতার গল্প। রবিনা ট্যান্ডনের মতো শক্তিশালী অভিনেত্রীর উপস্থিতি হীরাবেনের চরিত্রে গভীরতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।