দক্ষিণ শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
2
5
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা।
3
5
অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাব রাজ্যে পড়বে কিনা তা এখনও জানা যায়নি।
4
5
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ জুড়ে সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় শুক্রবারে তেমন কোনও বড় পরিবর্তন দেখা যায়নি। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে ছিল।
5
5
উত্তরবঙ্গের ক্ষেত্রে এক-দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আবার এক-দু’টি স্থানে বেশি ছিল। বাকি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।