দীপাবলির পর ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন। বুধ শীঘ্রই তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। গ্রহের রাজকুমারের এই গোচর বা রাশি পরিবর্তন শুধু মহাজাগতিক দিক থেকেই নয়, পার্থিব জীবনের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে চলেছে।
2
7
জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন বুধের অবস্থান বদলে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।
3
7
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, গ্রহদের রাজকুমার তাঁর গতিপথ পরিবর্তন করেছেন।
4
7
গত ৩ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করেছিল। এবার আগামী ২৪ অক্টোবর দুপুরে বৃশ্চিক রাশিতে গমন করবে গ্রহের রাজকুমার। বুধের এই গোচরের ফলে ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির। দীপাবলিতে অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন
5
7
মেষ: মেষ রাশির জন্য বুধের এই গোচর অত্যন্ত শুভ সংকেত বয়ে আনবে। কর্মজীবনে নতুন সুযোগের দরজা খুলবে, ব্যবসায় বড় কোনও চুক্তি বা লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন উন্নতির অপেক্ষায় ছিলেন, তারা সুখবর পেতে পারেন। বুধের প্রভাব এই সময় মেষ রাশির জাতকদের চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস দুই-ই বৃদ্ধি পাবে।
6
7
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য বুধের গোচর যেন ধনলাভের আশীর্বাদ হয়ে আসছে। আগের কোনও বিনিয়োগে লাভ মিলতে পারে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে সময়টি শুভ। পারিবারিক ক্ষেত্রেও আনন্দ ও ঐক্যের পরিবেশ ফিরে আসবে। দীর্ঘদিনের কোনও আর্থিক অচলাবস্থা বা ঋণ সমস্যারও সমাধান হতে পারে।
7
7
বৃশ্চিক: বুধের এই রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসবে। শিক্ষাক্ষেত্রে সাফল্য, বিদেশযাত্রার সুযোগ কিংবা চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। যারা শিল্প, লেখালিখি বা সৃজনশীল কাজে যুক্ত, তাদের জন্য শুভ সময়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।