ববি দেওল: হারিয়ে গিয়ে রাজকীয় প্রত্যাবর্তন! একসময় বক্স অফিসে ব্যর্থতার পর বহু বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন ববি দেওল। কিন্তু ‘রেস ৩’ ও ‘হাউজফুল ৪’-এর মতো ব্লকবাস্টারের মাধ্যমে কামব্যাক করলেন তিনি। শুধু তাই নয়, তাঁর অভিনীত ‘আশ্রম’ ও ‘ক্লাস অফ ৮৩’-এর মতো ওটিটি সিরিজেও দারুণ প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়।
2
7
তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তাঁর ‘অ্যানিম্যাল'। এই ছবিতে ববি দেওল যে বাকিদের তুলনায় বেশি প্রচার পেয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ছবিতে তাঁর অভিনীত আব্রার হক চরিত্রটি মূক। কিন্তু তা সত্ত্বেও ববি তাঁর অভিনয় ক্ষমতা দিয়েই পর্দায় রণবীর কপূরের সমান্তরালে নিজের ছাপ রাখতে সক্ষম হয়েছেন। ‘অ্যানিম্যাল দিয়ে প্রমাণ করলেন—খেলা এখনও শেষ হয়নি!
3
7
ফরদিন খান: দু’দশক আগে বলিউডের অন্যতম হার্টথ্রব ছিলেন ফরদিন খান। ‘প্যায়ার তুনে ক্যায়া’, ‘নো এন্ট্রি’, ‘হে বেবি’-র মতো দুর্দান্ত সব জনপ্রিয় ছবি বক্স অফিসে উপহার দিয়েছিলেন তিনি। তবে ২০১০ সালে ‘দুলহা মিল গয়া’র পর ইন্ডাস্ট্রি থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন তিনি। অসম্ভব মুটিয়েও গিয়েছিলেন।
4
7
১৩ বছর পর 'বিস্ফোট' ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেলেন ফরদিন। ছবিতে তাঁর অভিনয়ের পাশাপাশি নজর করেছিল পেটানো চেহারা। এইমুহূর্তে অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ বলিউড প্রজেক্ট।
5
7
সুস্মিতা সেন: ফিরে এলেন আগুন হয়ে! বাংলা ছবি ‘নির্বাক’ (২০১৫)-এর পর সুস্মিতা সেন বলিউড-টলিউড থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিলেন। কিন্তু ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে তিনি কামব্যাক করলেন দুর্দান্তভাবে! এবার আর পার্শ্বচরিত্রে নয়, একেবারে গল্পের কেন্দ্রবিন্দুতে থেকে নিজের আধিপত্য দেখালেন।
6
7
ভাগ্যশ্রী: একসময় প্রেমের প্রতীক, এবার শক্তিশালী চরিত্রে! ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে বলিউড কাঁপানো ভাগ্যশ্রী বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ান। কিন্তু ‘থালাইভি’ ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন এখনও লম্বা দৌড়ের ঘোড়া তিনি! প্রয়াত জয়ললিতার বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
7
7
নীতু কাপুর: রুপোলি পর্দায় নতুন অধ্যায়। বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকলেও, নীতু কাপুর স্বামী ঋষি কাপুরের সঙ্গে ‘লাভ আজ কাল’, ‘দো দুনি চার’, ‘জব তক হ্যায় জান’ এবং ‘বেশরম’-এ কাজ করেছেন। ‘জুগ জুগ জিও’ দিয়ে তিনি ফের বলিউডে ফিরেছেন, তাও সম্পূর্ণ নতুন রূপে!