বিলেত সফরে বাংলার মুখ্যমন্ত্রী। নজর তাঁর দৈনন্দির কর্মসূচির দিকে। যদিও সব কর্মসূচি ছাপিয়ে নজর ছিল ২৭ মার্চ, অক্সফোর্ডের কেলগ কলেজের হলে তাঁর বক্তব্যের দিকে।
2
5
অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, সংবাদ প্রকাশ্যে আসতেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়ে যথেষ্ট জলঘোলা করে। তবে সেসব যে বিলেতে পৌঁছয়নি, তা বোঝা গিয়েছিল বুধবারেই।
3
5
মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য হলে প্রবেশ অবাধ। কিন্তু আগে থেকে আসন সংরক্ষণ করতে হয়েছে। বুধবার অর্থাৎ বক্তৃতার আগের দিনেই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য হলে সব আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে।
4
5
যাঁরা আসন সংরক্ষণ করতে পারেননি, তাঁদের জন্য প্রস্তুত করা হয়েছিল আরও দু'টি হল। সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। অর্থাৎ ওই দুই হলে যাঁরা থাকবেন, বিশাল টিভি স্ক্রিনে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন তাঁরা, শুনতে পারবেন তাঁর কথা।
5
5
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের আগেই অক্সফোর্ডে পৌঁছে যান মমতা। লন্ডন থেকে পূর্বনির্ধারিত পরিকল্পনায় বাসেই পৌঁছন তিনি। বক্তৃতার আগে পিয়ানোয় সুর তোলের বাংলার মুখ্যমন্ত্রী। বিলেতের মাটিতে ছড়িয়ে দেন ‘পুরানো সেই দিনের কথা’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’-র সুর।