বছর শেষ হতে না হতেই ফের আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা **বাবা ভাঙ্গা (Baba Vanga)**। তাঁর নামে প্রচারিত ২০২৬ সালের নতুন ভবিষ্যদ্বাণী ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। যদিও বিশেষজ্ঞরা এসব দাবি “অবিশ্বাস্য ও অপ্রমাণিত” বলেই উড়িয়ে দিচ্ছেন, তবুও সাধারণ মানুষের কৌতূহল ও আতঙ্ক দুই-ই বেড়েছে।
2
6
বাবা ভাঙ্গার নামে প্রচারিত তথ্যে বলা হয়েছে, ২০২৬ সাল হবে “যন্ত্র শাসনের সূচনা”। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে—চাকরি, প্রশাসন, এমনকি রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণেও। বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির বর্তমান দ্রুত উন্নতি এই আশঙ্কাকে কিছুটা বাস্তবসম্মত করে তুলছে।
3
6
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সাল নাকি হবে প্রকৃতির “প্রতিশোধের বছর”। বিশাল ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এবং চরম জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর প্রায় ৭–৮ শতাংশ ভূমিপৃষ্ঠ ক্ষতিগ্রস্ত হতে পারে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, চলমান বৈশ্বিক উষ্ণতা ও অস্বাভাবিক আবহাওয়া ইতিমধ্যেই এই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
4
6
সবচেয়ে বিতর্কিত দাবি—২০২৬ সালের নভেম্বরে একটি বিশাল মহাকাশযান নাকি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, যা মানবজাতির সামনে ভিনগ্রহের জীবনের অস্তিত্ব প্রকাশ করবে। বিজ্ঞানীরা অবশ্য এমন কোনও ঘটনার সম্ভাবনাকে একেবারেই নাকচ করেছেন, কিন্তু সামাজিক মাধ্যমে এই ভবিষ্যদ্বাণী নিয়ে জল্পনা তুঙ্গে।
5
6
বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৬ সালে বিশ্ব রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে উঠে আসবেন। তাঁর নেতৃত্বে রাশিয়া নতুন যুগের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠবে বলে দাবি করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই বক্তব্যকে অনেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
6
6
বিশ্বের নানা বৈজ্ঞানিক মহল থেকে স্পষ্ট প্রতিক্রিয়া এসেছে—এসব ভবিষ্যদ্বাণী সম্পূর্ণরূপে অনুমানভিত্তিক। তাঁদের মতে, কোনও যাচাইযোগ্য সূত্র বা বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া এমন দাবি প্রচার বিপজ্জনক ও বিভ্রান্তিকর। তবুও প্রশ্ন রয়ে গেছে—ইতিহাসের পুনরাবৃত্তি কি আবারও ঘটতে চলেছে ২০২৬ সালে?