নতুন বছরে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটবে। সেকথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা।
2
8
বাবা ভাঙ্গা ইতিমধ্যে অনেকগুলি কথা বলেছিলেন। তার মধ্যে বেশ কয়েকটি ঘটনা মিলেও গিয়েছিল। এবার ২০২৬ নিয়ে বড় কথা সামনে এল।
3
8
বাবা ভাঙ্গার সমর্থকদের মতে, ২০২৬ সালে প্রযুক্তি নতুন করে মাথা চাড়া দেবে। এআই অনেক বেশি সক্রিয় হবে। ফলে সেখান থেকে প্রচুর মানুষ বেকার হবে।
4
8
দেশ কালের সীমানা ছাড়িয়ে এআই-এর প্রভাব গোটা বিশ্বে ছড়াবে। সেখান থেকে একে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মানুষের সঙ্গে মেশিনের লড়াই এখান থেকেই শুরু হবে।
5
8
বাবা ভাঙ্গার জন্ম হয়েছিল বুলগেরিয়াতে। তিনি ১২ বছর বয়সে একটি দুর্ঘটনার শিকার হন। এরপর থেকেই তিনি অন্ধ হয়ে যান। তবে সকলে বলেন এরপর থেকেই তার মধ্যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আসে।
6
8
বাবা ভাঙ্গার করা দাবিগুলির মধ্যে ছিল ৯-১১ হামলা, সাইবার যুদ্ধ, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনেকটাই মিলেছে। এবার নতুন প্রযুক্তি নিয়ে তার কথা কোন দিকে যাবে সেটাই দেখার।
7
8
২০২৫ সালে বাবা ভাঙ্গার আগাম কথা বেশ কয়েকটি মিলেছে। সেখানে যুদ্ধ থেকে শুরু করে ভূমিকম্প সবই রয়েছে। এবার তার নতুন কথা কোন দিক সামনে আনবে সেটাই দেখার।
8
8
বাবা ভাঙ্গার অনুগামীরা মনে করেন তার করা কথা ২০২৬ সালেও ফলবে। ফলে গোটা বিশ্ব ফের একবার তার শক্তি জানতে পারবে।