মিথুনে বৃহস্পতির প্রবেশে খুলে যাবে ৫ রাশির ভাগ্য! শীতের মধ্যেই টাকায় গরম হবে হাত
নিজস্ব সংবাদদাতা
১ ডিসেম্বর ২০২৫ ১৭ : ৫৩
শেয়ার করুন
1
7
গুরু গ্রহ বৃহস্পতি বছরে রাশি একবার পরিবর্তন করেন, কিন্তু চলতি বছরের ১৪ মে মিথুন রাশিতে গোচর করার পর গুরু ‘অতিচারী’ হয়ে যান। অতিচারী অর্থ হল, এখন বৃহস্পতি পরবর্তী ৮ বছর দ্রুত গতিতে চলবেন। ২০২৫ সালেই গুরু বক্রী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করেন। এরপর আবার তিনি মার্গী হয়ে এখন পুনরায় মিথুন রাশিতে ফিরে আসছেন।
2
7
৫ ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং ২০২৬-এর ২ জুন পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। এরপর তিনি আবার কর্কট রাশিতে যাবেন। এই মধ্যবর্তী সময়ে গুরু ৫ রাশির জাতকদের বিশেষ উপকার দেবেন—কেরিয়ারে নতুন সুযোগ, অর্থলাভ, সম্মান, প্রেম ও সুখ বৃদ্ধি পাবে। জেনে ৫ ডিসেম্বর থেকে কোন কোন রাশির জন্য সময় হবে শুভ।
3
7
গুরুর গোচর বৃষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। আয়ের উৎস বাড়বে, একাধিক দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর্থিক স্থিতি দৃঢ় হবে। সমাজে মান-সম্মান বাড়বে। কথার মাধুর্য আপনাকে বিশেষ উপকার দেবে।
4
7
গুরুর গোচর মিথুন রাশিতেই হবে, তাই এই রাশির জাতকেরা সর্বাধিক সুবিধা পাবেন। ভাগ্য প্রতি পদে সহায়তা করবে। চাকরিতে উন্নতি, পদ-মর্যাদা বৃদ্ধি, বেকারদের চাকরির সুযোগ, অর্থ-সমৃদ্ধি—সব মিলিয়ে সময়টি অত্যন্ত শুভ।
5
7
সিংহ রাশির জাতকদের জন্যও গুরুর গোচর শুভ ফল দেবে। অর্থ-সম্পদ বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়, নতুন যানবাহন নেওয়ার সম্ভাবনা আছে। যারা সরকার বা প্রশাসনিক কাজে যুক্ত, তাদের জন্য সময় বিশেষ অনুকূল। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। ঘরে উৎসবের পরিবেশ তৈরি হতে পারে।
6
7
বৃহস্পতির রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি সঞ্চয় করতেও সফল হবেন। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রবল।
7
7
ধনু রাশির অধিপতি নিজেই বৃহস্পতি। তাই এই গোচর ধনু রাশির জন্য বিশেষভাবে শুভ। ঋণমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু দমন হবে, স্বস্তি মিলবে। আইন-কানুন সংক্রান্ত বিষয়ে জয় লাভের যোগ আছে। কাঙ্ক্ষিত চাকরি বা বদলি পাওয়ার সম্ভাবনা প্রবল। জীবনের বহু সমস্যা এই সময়ে দূর হতে পারে।