বক্স অফিসে ‘অগ্নিপথ’ চূড়ান্ত সফল না হলেও ধীরে ধীরে ভারতীয় চলচ্চিত্র ছবির ইতিহাসে ‘কাল্ট’-এর পর্যায় উত্তরণ হয়ে গিয়েছিল সে ছবির।
2
7
মুকুল আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী। এই ছবিতে স্বরক্ষেপণের সময় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অমিতাভ। পুরো বদলে ফেলেছিলেন গলার স্বর। ভরিক্কি নয়, ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে বলেছিলেন সংলাপ। 'কৌন বনেগা ক্রোড়পতি শো' -এর একটি পর্বে নিজেই একথা জানিয়েছিলেন অমিতাভ।
3
7
ছবির শুটিং শুরু হওয়ার মাত্র একদিন আগে এই পরিকল্পনা মাথায় আসে অমিতাভের। পরিচালক মুকুল আনন্দের সঙ্গে আলোচনা করেই এই কাণ্ড ঘটনা 'বিগ বি'।
4
7
তবে এই বিষয়টি বিষম বিপদ ডেকে এনেছিল। ছবি মুক্তি পাওয়ার পরেই প্রযোজক ফোন করেছিলেন অমিতাভকে। এবং জানিয়েছিলেন দেশের প্রচুর প্রেক্ষাগৃহে রাগের চোটে ভাঙচুর শুরু করেছেন দর্শক। তাঁরা মনে করছেন, ছবিতে অমিতাভের গলার স্বর ইটা নয়। যান্ত্রিক গোলযোগেই এরকম শোনাচ্ছে! ফলে প্রেক্ষাগৃহের বারোটা বাজিয়ে দিচ্ছেন তাঁরা।
5
7
শেষমেশ উপায় না দেখে পুরো ছবির জন্য ফের ডাবিং করেন অমিতাভ। সেই ডাবড ভার্সন পুনরায় মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তবে 'বিগ বি'র নিজের মতে, প্রথমবারেই যে স্বরে কথা বলেছিলেন, তা এই চরিত্রের জন্য একেবারে সঠিক ছিল।
6
7
কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গিয়েছে। যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। দর্শক এই ছবি দেখার জন্য আর হলমুখো হননি। ফলে ছবিটি সমালোচকমহলে প্রশংসিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
7
7
এরপর প্রায় ২২ বছরের ব্যবধানে ২০১২ সালে মুক্তি পায় এই ছবির রিমেক। ২০১২ সালে করণ জোহরের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন হৃতিক রোশন, সঞ্জয় দত্ত এবং প্রিয়ঙ্কা চোপড়া।