সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে যান বলি অভিনেত্রী আমিশা পাটেল।
2
8
বলিউড তারকারা অনেক সময়ই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। তিনি আমিশার ক্ষেত্রে তা হয়নি। পড়াশোনা শেষ করে তবে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি।
3
8
অভিনেত্রী আমিশা পাটেল একবার এক সাক্ষাৎকারে প্রকাশ করেন যে পরিচালক সঞ্জয়লীলা বনশালি তাঁর প্রথম দুটি হিট ছবির পরে তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও সেগুলি ব্লকবাস্টার হয়েছিল।
4
8
এদিকে 'গদর'-এর সাফল্যের পর বহু প্রশংসা পেয়েছেন আমিশা পাটেল। আমিশা ছবির প্রচারের সময় স্মরণীয় মুহূর্তের কথা স্মরণ করে বলেন, 'গদর: এক প্রেম কথা দেখার পর , তিনি তাঁকে তাঁর অভিনয়ের প্রশংসা করে একটি হৃদয়গ্রাহী চিঠি পাঠিয়েছিলেন।
5
8
এরপর দেখা করে বনশালি তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ হিসাবে ব্যাখ্যা করেছিলেন যে আমিশা যে দুটি ছবিতে এমন সাফল্য অর্জন করেছেন যা অনেক অভিনেতা জীবনে কখনও পাননি। যদিও তখন আমিশা বুঝতে পারেন বনশালি তাঁকে ঠিক কী বলছেন।
6
8
যখন আমিশা তার সঙ্গে দেখা করেন তখন তিনি বলেছিলেন, "আমিশা, তোমার এখন অবসর নেওয়া উচিৎ। কারণ তুমি ইতিমধ্যে দুটো সিনেমা থেকে এমন কিছু অর্জন করেছো,যা বেশির ভাগ মানুষ তাঁদের পুরো কেরিয়ারে অর্জন করতে পারে না।
7
8
প্রসঙ্গত, অনেক বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও 'গদর ২'-এর মাধ্যমে ফেরেন তিনি। বয়স কিছুদিন আগে নেটপাড়ায় ছড়িয়েছিল এবার নাকি মা হবেন আমিশা!
8
8
সেই সময় প্রকাশ্যে আসে সবুজ মনোকিনি পরে অভিনেত্রীর একটি ছবি। যেখানে স্পষ্ট হয় তাঁর স্ফীতোদর। এই ছবি দেখেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে। নানা প্রশ্ন উঠে এলেও মুখ খোলেননি আমিশা।