অভিনেত্রীকে গালিগালাজ, হুমকি ক্যাব চালকের! মাঝ রাস্তায় কী হয়েছিল জনপ্রিয় নায়িকার সঙ্গে?
নিজস্ব সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৫ ১৩ : ০৪
শেয়ার করুন
1
6
গুজরাটি চলচ্চিত্র অভিনেত্রী এবং জাতীয় ও রাজ্য পুরস্কার বিজয়ী নীলম পাঞ্চাল আহমেদাবাদে এক ক্যাব চালকের কাছ থেকে দুর্ব্যবহার ও হুমকির শিকার হন। এই তিক্ত অভিজ্ঞতার জেরে তিনি মুম্বই যাওয়ার ট্রেনটিও মিস করেন। ঘটনাটি শুক্রবার ১৫ নভেম্বর ঘটে। যখন অভিনেত্রী তাঁর কষ্টের কথা লাইভ-টুইট করে গুজরাট এবং আহমেদাবাদ সিটি পুলিশকে ট্যাগ করেন। তার এই দ্রুত পদক্ষেপের ফলেই পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া মেলে।
2
6
অভিনেত্রী নীলম পাঞ্চাল সেদিন দুপুরে বোদকদেব থেকে কালুপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে একটি ক্যাব বুক করেছিলেন। তাঁর ২:৫০-এ মুম্বইগামী শতাব্দী এক্সপ্রেস ধরার কথা ছিল। অ্যাপে ৩০ মিনিট সময় লাগার কথা জানানো হলেও, শুরু থেকেই পরিস্থিতি অস্বস্তিকর হতে থাকে।
3
6
নীলম অভিযোগ করেন যে চালক প্রথম থেকেই অসহযোগিতামূলক ছিলেন। তিনি অভিনেত্রীর ব্যাগপত্র নিয়ে বাকবিতণ্ডায় জড়ান এবং ব্যাগ পিছনের আসনে তাঁর পাশে রাখতে জোর করেন। এরপর চালক প্রায় ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে অত্যন্ত ধীরে গাড়ি চালাতে শুরু করেন। গন্তব্যের পথে চালক নেভিগেশন ম্যাপে দেখানো রুট না ধরে অন্য একটি পথ নেন। নীলাম এর কারণ জিজ্ঞাসা করলে চালক ম্যাপের নির্দেশ উপেক্ষা করে জানান যে অন্য পথে যানজট বেশি।
4
6
সময়মতো স্টেশনে পৌঁছতে না পারার আশঙ্কায় অভিনেত্রী যখন চালককে গতি বাড়ানোর অনুরোধ করেন, তখন চালকের আগ্রাসন আরও বেড়ে যায়। নীলাম বলেন, "কমার্স কলেজের কাছে যখন আমি তাঁকে গতি বাড়াতে বললাম, তখন সে আমাকে মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি দেয়।" পুলিশ সূত্রে জানা যায়, চালক তাঁকে অশ্লীল ভাষায় গালাগালিও করে। মাঝপথে আটকে পড়ার ভয়ে তিনি এরপর চুপ করে থাকেন। অবশেষে, যখন তাঁরা কালুপুর স্টেশনে পৌঁছন, তখন ঘড়িতে ২টা ৫১ মিনিট। নীলম তাঁর চোখের সামনেই দেখেন মুম্বইগামী ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। তিনি তাঁর ট্রেনটি ধরতে ব্যর্থ হন।
5
6
অভিনেত্রীর টুইট দেখার পর কালুপুর থানার পুলিশ দ্রুত ক্যাবটি খুঁজে বের করার জন্য ছুটে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ক্যাবটি ঘটনাস্থল ত্যাগ করেছিল। কালুপুর থানার পরিদর্শক এইচ আর বাঘেলা জানান যে নীলম পাঞ্চাল এফআইআর দায়ের করতে রাজি হননি, কেবল একটি আবেদন জমা দিয়েছেন। পরিদর্শক আরও জানান, "আমরা চালককে খুঁজে বের করছি এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।"
6
6
পরে আহমেদাবাদ ট্রাফিক পুলিশও 'এক্স' প্ল্যাটফর্মে নিশ্চিত করে যে অভিনেত্রী নিরাপদ আছেন এবং ক্যাবের তথ্য সুরক্ষিত করা হয়েছে। যানবাহনটি সনাক্ত করার চেষ্টা চলছে।পুলিশকর্মীরা রেল কর্মীদের সঙ্গেও সমন্বয় করে অভিনেত্রীকে অন্য ট্রেনের ব্যবস্থা করতে সহায়তা করেন।