সেলুলয়েডের নায়িকারা বাস্তবজীবনে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন। এমন উদাহরণ রয়েছে অসংখ্য। অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারের প্রেম ও প্রেম ভাঙার গল্পও নতুন নয়। কয়েকবছর আগে এক বাঙালি অভিনেত্রী দাবি করেছিলেন তাঁর সঙ্গে সম্পর্ক ছিল ইরফান পাঠানের।
2
9
সেই অভিনেত্রীর নাম পায়েল ঘোষ। পায়েল দাবি করেছিলেন, বাঁ হাতি প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে একটা দীর্ঘ সময় জুড়ে তিনি সম্পর্কে ছিলেন।
3
9
শুধু তাই নয়, মন্তব্যের প্রমাণ হিসেবে তাঁর ও ইরফানের ব্যক্তিগত ছবিও শেয়ার করেছিলেন পায়েল।
4
9
পায়েল পেশায় একজন অভিনেত্রী। তাঁর জন্ম কলকাতায় হলেও বেশ কয়েক বছর ধরেই তিনি মুম্বইয়ের বাসিন্দা। বলিউড ও তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পাঠানের সঙ্গে সম্পর্ক নিয়ে পায়েল লিখেছিলেন, ''আমাদের সম্পর্ক ভাঙার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বেশ কয়েকবছর আমি ভাল করে কাজই করতে পারিনি। তবে একমাত্র পাঠানকেই আমি ভালবেসেছিলাম। তার পরে আমি আর কাউকে ভালবাসিনি।''
5
9
একসময়ে ইরফান পাঠান ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিলেন। বাঁ হাতে রামধন্যুর মতো সুইং করতেন। ব্যাটের হাতও ছিল ভাল।
6
9
কিন্তু গুরু গ্রেগের সময়ে পাঠান তাঁর সহজাত দক্ষতা হারান। গ্রেগ চ্যাপেল ওয়ানডেতে ওপেন পর্যন্ত করতে পাঠিয়েছিলেন পাঠানকে।
7
9
এহেন পাঠান সম্পর্কে বাঙালি অভিনেত্রী পায়েল বলেছিলেন, ''ইরফান আমার প্রেমিক ছিল। ২০১১ সাল থেকে প্রেম করতাম।'' সেই সম্পর্ক অবশ্য বহু আগে চুকেবুকে গিয়েছে।
8
9
পায়েল দাবি করেছিলেন, বর্তমান ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর নাকি তাঁকে রোজ মিসড কল করতেন। ইরফান পাঠান সেটা জানতেন।
9
9
ইরফান পাঠান ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকার হয়েছিলেন। কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবে আক্রমণ করেন ধারাভাষ্য দেওয়ার সময়ে, সেই অজুহাতে তাঁকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।