কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অপেক্ষার প্রহর গুনছেন। কবে থেকে শুরু করে অষ্টম বেতন কমিশন। কত টাকা বেতন বাড়বে। কত টাকাই বা বাড়বে পেনশনভোগীদের।
2
8
গোটা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা ৫০ লাখ। পেনশনভোগী রয়েছে ৬৯ লাখ। তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
3
8
এখানে সবথেকে বড় দিক হিসেবে আসতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এটি যদি ঠিক থাকে তাহলে এখান থেকেই ভাল বৃদ্ধির দিকে যাবেন সকলেই।
4
8
যদি ফিটমেন্ট ফ্যাক্টর বেশি থাকে তাহলে সেখান থেকে সকলের বেতন বৃদ্ধি থেকে শুরু করে পেনশন সবেতেই হাসি ফুটবে। এবার কেন্দ্রীয় সরকার কোন পথে যায় সেদিকেই সকলের নজর থাকবে।
5
8
বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৯ থেকে শুরু করে ২.৮ বা ৩.০-র মধ্যে। যদি এই হারে থাকে তাহলে বেতন থেকে শুরু করে পেনশন সবেতেই ভালমতো বৃদ্ধি হবে।
6
8
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। তাতেই যে হারে বেতন ও পেনশন বেড়েছিল তাতে যথেষ্ট উপকৃত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
7
8
২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই লাগু হবে অষ্টম বেতন কমিশন। তবে কাগজে কলমে তা চালু হয়ে আরও খানিকটা সময় লাগবে।
8
8
সকলেই মনে করছেন ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে সেখানে তাদের কাছে এটা বিরাট খবর হতেই পারে।