সংবাদ সংস্থা মুম্বই: ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে উত্তেজনার পারদ ফের চড়ছে! যদিও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবে হৃতিক রোশন সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের কল্পনায় রং লাগাতে শুরু করে দিয়েছে। হৃতিক রোশন নিজে ইঙ্গিত দিয়েছেন—হয়তো আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল!
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ শুধু একটা সিনেমা নয়—এটা একটা অনুভূতি। রোড-ট্রিপ, বন্ধুত্ব আর নিজের ভয়কে জয় করার গল্প এই ছবিকে এনে দেয় কাল্ট স্ট্যাটাস। আর এবার, ছবির ১৪ বছর পূর্তির মুখে দাঁড়িয়ে, হৃতিক রোশনের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আশা জাগাচ্ছে—হয়তো ফিরছে সেই স্বপ্নের সফর! সম্প্রতি, আমেরিকার আটলান্টায় এক অনুষ্ঠানে হাজির হয়ে হৃতিক বললেন, “আমার মন বলছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ হবেই, কবে হবে জানি না, কিন্তু হবে।” আর এতেই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লাগার জোগাড়। ভক্তদের কাছে এটা শুধুই নস্ট্যালজিয়া নয়—এ একরকম আশ্বাস, পছন্দের ছবি ফিরে আসছে।
 
 জোয়া আখতার পরিচালিত এই ছবিতে হৃতিক, ফারহান আখতার ও অভয় দেওল ছিলেন তিন বন্ধুর ভূমিকায়, যারা স্পেনে এক রোড ট্রিপে বেরিয়ে নিজেদের নতুন করে খুঁজে পায়, তাঁদের মধ্যে বন্ধুত্বেরও নয়া পোক্ত সমীকরণ তৈরি হয়। ক্যাটরিনা কইফ ও কাল্কি কোয়েচলিনের চরিত্রও ছিল গল্পে গুরুত্বপূর্ণ ও আবেগপ্রবণ মোচড়। ফারহান আগেই বলেছিলেন, “জিন্দেগি না মিলেগি দোবারা ২ আমরা সবাই চাই, তবে এই ছবি জোয়ার ব্রেনচাইল্ড—সবকিছু ওর উপর নির্ভর করছে।” অন্যদিকে হৃতিক এখন ব্যস্ত ‘ওয়ার ২’ এবং ‘কৃষ ৪’ নিয়ে—যেখানে তিনি শুধু নায়ক নন, নিজেই পরিচালক। তাই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ এখনও শুধু জল্পনা হলেও, ভক্তদের প্রত্যাশা—এমন রোড-ট্রিপ আবার পর্দায় ফিরবে নতুন রূপে, নতুন গল্পে, পুরোনো আবেগে।
অন্যদিকে, হিন্দি ছবির দর্শককে ‘রোড ট্রিপ’ এর স্বাদে বুঁদ করে রাখার পরিকল্পনায় ফের একবার মেতে উঠেছিলেন ফারহান। বছর চারেক ঘোষণা করেছিলেন ‘জি লে জারা’র। জানিয়েছিলেন, তিনিই হবেন এ ছবির পরিচালক এবং এই ‘রোড ট্রিপ’-এ গাড়ির স্টিয়ারিং থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট-দের হাতে।
