শিরোনাম পড়ে ‘গেল গেল’ রব তোলার কিচ্ছু নেই। পাশবালিশের প্রতি প্রেম প্রত্যেক নর-নারীর। রাতে আরামের ঘুম পাশবালিশ ছাড়া কারও সম্পূর্ণ হয়েছে? কত চোখের জল, কত সুখস্মৃতির সাক্ষী এই বিশেষ উপাধান। পাশবালিশকে সবাই কত ভালবেসে, আপন করে জড়িয়ে নেন। এরকম যত্নে লালিত প্রেম যদি কোনও মানুষের জীবনে আসে? তেমনই ত্রিকোণমিতি সৌরভ দাস-ইশা সাহা-সুহোত্র মুখোপাধ্যায়ের মধ্যে। নায়িকা দুই নায়কের টানাপোড়েনে দীর্ণ। ভবিষ্যতে কে পাশবালিশের মতো পাশে পাবেন ইশাকে? এই প্রশ্ন তুলে সোমবার প্রকাশ্যে কোরক মুর্মুর সিরিজ ‘পাশবালিশ’-এর ট্রেলার। সিরিজটি দেখানো হবে জি ৫-এ। প্রযোজনায়মহাবাহু মোশন পিকচার্স।
ট্রেলার অনুযায়ী প্রেম থাকলে লড়াই থাকবেই। এই সিরিজও তার ব্যতিক্রম নয়। নায়িকা এক নায়কের আবাল্য সঙ্গী, বাংলাদেশে তাঁদের জন্ম। আর এক নায়কের স্বপ্ন। সৌরভ সিরিজে পার্বত্য এলাকার জাতিপ্রধান। আর সুহোত্র সারাক্ষণ আগলে রাখতে চায় ইশাকে। কারণ, তার বিশ্বাস ইশা গত জন্মেও তাঁর স্ত্রী ছিল। প্রেম-প্রতিহিংসা-রক্তক্ষয়ী লড়াই, কাঁটাতারের বেড়ার টানাপোড়েন মিলিয়ে টানটান রহস্যরোমাঞ্চ কোরকের সিরিজ জুড়ে। পার্বত্য অঞ্চলের স্বদা আনতে হাতি-বাঘের আক্রমণ সামলে সিরিজের সিংহভাগের শুট হয়েছে।
এই তিন নায়ক-নায়িকা ছাড়া আর কে রয়েছেন? পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে। ইশার বাবা শঙ্কর দেবনাথ। সিরিজে একমাত্র ইশা গুরুত্বপূর্ণ নারীচরিত্র। ১০ মে সিরিজটি মুক্তি পাচ্ছে। সৌরভ-ইশা-সুহোত্রর আশা, দর্শকেরা সম্পর্কের গল্প দেখতে ভালবাসেন। ভালবাসেন টানটান রোমাঞ্চ উপভোগ করতে। সব উপকরণ নিয়েই তৈরি ‘পাশবালিশ’। শুধু জড়িয়ে কাছে টেনে নেওয়ার অপেক্ষায়।
ট্রেলার অনুযায়ী প্রেম থাকলে লড়াই থাকবেই। এই সিরিজও তার ব্যতিক্রম নয়। নায়িকা এক নায়কের আবাল্য সঙ্গী, বাংলাদেশে তাঁদের জন্ম। আর এক নায়কের স্বপ্ন। সৌরভ সিরিজে পার্বত্য এলাকার জাতিপ্রধান। আর সুহোত্র সারাক্ষণ আগলে রাখতে চায় ইশাকে। কারণ, তার বিশ্বাস ইশা গত জন্মেও তাঁর স্ত্রী ছিল। প্রেম-প্রতিহিংসা-রক্তক্ষয়ী লড়াই, কাঁটাতারের বেড়ার টানাপোড়েন মিলিয়ে টানটান রহস্যরোমাঞ্চ কোরকের সিরিজ জুড়ে। পার্বত্য অঞ্চলের স্বদা আনতে হাতি-বাঘের আক্রমণ সামলে সিরিজের সিংহভাগের শুট হয়েছে।
এই তিন নায়ক-নায়িকা ছাড়া আর কে রয়েছেন? পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে। ইশার বাবা শঙ্কর দেবনাথ। সিরিজে একমাত্র ইশা গুরুত্বপূর্ণ নারীচরিত্র। ১০ মে সিরিজটি মুক্তি পাচ্ছে। সৌরভ-ইশা-সুহোত্রর আশা, দর্শকেরা সম্পর্কের গল্প দেখতে ভালবাসেন। ভালবাসেন টানটান রোমাঞ্চ উপভোগ করতে। সব উপকরণ নিয়েই তৈরি ‘পাশবালিশ’। শুধু জড়িয়ে কাছে টেনে নেওয়ার অপেক্ষায়।
