নিজস্ব সংবাদদাতা: ৪ মাস পেরোতেই এবার কি শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'? কয়েকদিনের মধ্যেই নাকি হবে শেষ দিনের শুটিং! শোনা যাচ্ছে এমনটাই। সামাজিক মাধ্যমে দর্শকদের অনুরোধ, এই ধারাবাহিক যেন বন্ধ না করা হয়। ডায়মন্ড-হৃদান জুটিকে দর্শক প্রথম থেকেই ভালবাসা দিয়েছেন। তবে কি টেলিভিশনের পর্দায় আর বেশিদিন দেখা যাবে না এই জুটিকে? 

 

 

 

টলিপাড়ার কানাঘুষো, 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' শেষ করে ওই জায়গায় শুরু হবে জি বাংলা নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। এমনকী খুব শীঘ্রই শেষ দিনে শুটিং হবে বলেই খবর। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, বোমা বিস্ফোরণে আহত হৃদান, এমনকী স্মৃতিশক্তি হারিয়েছে সে। নতুন ট্র্যাক শুরু হওয়া মাত্রই ধারাবাহিক শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তে সামাজিক মাধ্যমে চ্যানেলের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।

 

 

 

যদিও টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তবুও থেকেছে এক থেকে দশের মধ্যেই। সেই কারণেই কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক? টিআরপি তালিকার ওঠাপড়ার কারণে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ধারাবাহিক। এবার এই কোপ পড়তে চলেছে ডায়মন্ডের উপর! যদিও এই বিষয়ে কোনও কথা বলতে চাননি ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পীরা। কারণ শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেককিছু, হয়তো শেষ না করে ধারাবাহিক সম্প্রচারের সময় বদলে দেওয়াও হতে পারে, তবে ঠিক কি হতে চলেছে তা জানতে হলে আরও কয়েকদিনের অপেক্ষা করতেই হবে সিরিয়াল প্রেমীদের।