এইমুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান জাকির খান। আরও ভাল করে বললে, ভারতের স্ট্যান্ড আপ কমেডির তারকা তিনি। তাঁর শো-এর টিকিট বিক্রি হয় হু হু করে। ব্যাঙ্কক হেকে নিউ ইয়র্ক - মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন জাকির। এবার ভারতের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের উদ্দেশ্যে জাভেদ আখতারের কটাক্ষ করার প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
সম্প্রতি প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের পুরনো এক মন্তব্যের জবাব তিনি দিলেন ভীষণ সংযতভাবে। জাভেদ আখতার আগে বলেছিলেন, যাঁরা সত্যিই বুদ্ধিদীপ্তভাবে হাসাতে জানেন, তাদের নাকি কৌতুকে গালিগালাজ বা অশালীন শব্দের আশ্রয় নিতে হয় না। এ বিষয়ে জাকির জানিয়েছেন, তিনি জাভেদের মতের সঙ্গে অনেকটাই একমত, তবে এ ধরনের মন্তব্য করতে গিয়ে নির্দিষ্ট কোনও কমেডিয়ানকে আঙুল তুলে দোষারোপ করা উচিত নয়।
গত বছর স্বপন ভার্মার ‘চিল সেশ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৌতুকশিল্পীদের গালাগালি ব্যবহারের প্রসঙ্গ উঠতেই জাভেদ আখতার একটি উদাহরণ দেন। তিনি বলেন, যেমন স্বাদ বাড়াতে বিস্বাদ খাবারে ঝাল দেওয়া হয়, ঠিক তেমনই কথাবার্তা বা পরিবেশ নিষ্প্রভ হলে অনেকে গালির আশ্রয় নেন তাকে জমাতে। তাঁর ভাষায়, “যদি ভাষা ভাল হয়, বুদ্ধি তীক্ষ্ণ হয়, তাহলে এই বাড়তি ‘ঝাল’-এর দরকার পড়ে না।”
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জাকির খান সেই মন্তব্য নিয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, “আমি জাভেদ আখতার সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। তাঁর কাজের ভক্ত আমি। যে ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব তিনি করেন, সেই জায়গা থেকে তাঁর মন্তব্য যথেষ্টই যুক্তিযুক্ত।”
তবে এখানেই থেমে থাকেননি জাকির। তিনি আরও যোগ করেন, “কিন্তু সবাইকেই যে সেটা মেনে চলতেই হবে, তা নয়। কারও বক্তব্য বা পারফরম্যান্সে যদি গালাগালি ব্যবহার থেকেই থাকে, সেটা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া যায় না। মানুষ যেমন সময়ের সঙ্গে শেখে, বদলায়, নিজেকে গুছিয়ে নেয়; তেমনই কমেডিয়ানরাও সময়ের সঙ্গে অনেক কিছুই সংশোধন করেন। কিন্তু কাউকে সরাসরি দোষারোপ করা ঠিক নয়।”
জাভেদ আখতার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী লেখক। সালিম-জাভেদ জুটি হিসেবে শুরু করে পরে এককভাবে অসংখ্য জনপ্রিয় চিত্রনাট্য, গান, কবিতা ও শায়েরি লিখে তিনি আজও দেশে তথা বিদেশে সমানভাবে সম্মানিত।
