সংবাদসংস্থা মুম্বই: জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না।
এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মাঝেমধ্যেই জুটিতে ধরা দেন পাপারাজ্জির ক্যামেরায়। লাজুক হাসিতে বুঝিয়ে দেন ভাল আছেন তাঁরা।
কিন্তু এ কী হল? বিয়ের ছ'মাস ঘুরতেই সোনাক্ষীকে ঠেলে সমুদ্রের জলে ফেলে দিলেন জাহির? সম্প্রতি, এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আসলে নিছকই মজার ছলে ঘটেছে পুরো ঘটনাটি। ভিডিওতে চোখ রাখলে দেখা যায়, ছুটি কাটাতে গিয়েছেন সোনাক্ষী-জাহির। সেখানে সমুদ্র সৈকতে নিজের একটি ভিডিও বানাচ্ছিলেন সোনাক্ষী। হঠাৎ জাহির এসে পিছন থেকে ধাক্কা দেয় তাঁকে। বেসামাল হয়ে সমুদ্রের জলে পড়ে যায় সোনাক্ষী। তাঁর এই অবস্থা দেখে হেসে লুটোপুটি হন জাহির। পরে উঠে এসে জাহিরের পিছনে ধাওয়া করেন সোনাক্ষী। জুটির মজার মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের।
প্রসঙ্গত, বলিপাড়ায় কয়েকদিন ধরেই গুঞ্জন, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের নাকি প্রথম সন্তান আসছে। অর্থাৎ বিয়ের ছ'মাস হতে না হতেই মা হতে চলেছেন সোনাক্ষী! দু'জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু এই জল্পনাকে উড়িয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "আমি সন্তানসম্ভবা নই। বিয়ের পর একটু ওজন বেড়েছে শুধু। কোনও দিক বিচার না করেই জাহিরকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা! এই মুহূর্তে আমরা নিজেদের একসঙ্গে কাটানো সময় উপভোগ করছি। সন্তানের পরিকল্পনা করছি না।"
