সংবাদসংস্থা মুম্বই: জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না।
কিছুদিন আগে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "মহিলাদের রান্না করাটা অনেকেই তাঁদের কাজ হিসাবে দেখেন। কিন্তু আমি তা মনে করিনা। রান্না করার জন্য ইচ্ছের প্রয়োজন। আমি ভাগ্যবান তাই আমার শ্বশুরবাড়ির লোকজন এইসব আমার উপর চাপিয়ে দেন না। রান্নাটা নিজের ইচ্ছায় করি। প্রথমে খুব ভয় পেতাম এখন ভয়টা কেটে গিয়েছে।"
বিয়ের পর জাহিরের সঙ্গে যে ভাল আছেন তা বারবার সোনাক্ষী প্রকাশ করলেও এতদিন জাহিরকে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর একটি সাক্ষাৎকার। যেখানে বিয়ের পর নতুন বউকে নিয়ে কেমন আছেন তিনি, এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
জাহির বলেন, "আমরা যে এখন বিবাহিত তা মাঝেমধ্যেই ভুলে যাই। কিন্তু বাইরে বেরলে যখন সোনাক্ষীর হাতটা ধরি, একমাত্র তখনই মনে হয় যে আমরা বিবাহিত।"
এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মাঝেমধ্যেই জুটিতে ধরা দেন পাপারাজ্জির ক্যামেরায়। লাজুক হাসিতে বুঝিয়ে দেন ভাল আছেন তাঁরা।
