চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসছে 'উইন্ডোজ'। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর হাত ধরে হরর-কমেডি ঘরানায় যাত্রা শুরু করতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। সেই ছবিতেই টলিউডে প্রথম ট্যাঙ্গো নাচ দেখবে দর্শক। আলো-আঁধারি পরিবেশ নয়, একেবারে ‘পার্টি অ্যান্থেম’-এ ঝাঁ চকচকে জায়গায় নাচ-গানে মেতে উঠবেন ভূত নাকি মানুষ? তা অবশ্য জানা যায়নি। তবে শুক্রবার ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র নতুন গান ‘তুমি কে’ গানটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।
এই গানের সুরকার, গীতিকার এবং অন্যতম কণ্ঠশিল্পী অনুপম রায়। তার সঙ্গে গলা মিলিয়েছেন সৃজিতা মিত্র। সূক্ষ্ম সুর, গভীর আবহ এবং ট্যাঙ্গোর অন্তর্নিহিত আবেগ তৈরি করেছে এক রোমাঞ্চকর অনুভূতি-যা ছবির রহস্যকে আরও স্পষ্ট করেছে। শুরু থেকেই গানটি দর্শককে গল্পের অন্দরমহলে নিয়ে যায়, যেখানে রোম্যান্স, সৌন্দর্য আর আলো-ছায়া–রহস্য একসঙ্গে মিশে যায়।

অভিনেতা সোহম মজুমদার এই বিশেষ ঘরানার নাচ নাচতে দেখা গিয়েছে। এই গানের সবচেয়ে বড় চমক হল এর ভিজ্যুয়াল উপস্থাপনা। চকচকে লাল, গোলাপি আর কালো রঙের ফর্ম-ফিটেড কস্টিউম-এককথায় একেবারে ক্লাসিক ট্যাঙ্গো অনুপ্রাণিত পোশাকে নাটকীয় লুক যেন গানটিকে দিয়েছে আন্তর্জাতিক মানের গ্ল্যামার। নাচের প্রতিটি স্টেপে ফুটে উঠেছে আবেগ, উত্তাপ আর ট্যাঙ্গোর স্বকীয় তীক্ষ্ণ সৌন্দর্য। আলোকসজ্জা এবং সেট ডিজাইন গানের উচ্চতাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি ফ্রেমেই স্পষ্ট হয়ে ওঠে স্টাইল ও নান্দনিকতার দারুণ মেলবন্ধন।
সোহম গানটিকে নিজের কাছে বিশেষ বলে মনে করেন। তাঁর কথায়, “ছোট থেকেই গান-নাচ আমার প্যাশন। এই গানটি করতে গিয়ে মনে হয়েছে সেই শৈশবের স্বপ্ন ফিরে পেলাম। উইন্ডোজ ও অরিত্রর সঙ্গে কাজ মানে বাড়ির মতো অনুভূতি। মিমির সঙ্গে কাজ করাও দারুণ অভিজ্ঞতা ছিল। জ্বর নিয়েই শুট করেছি, কিন্তু এত ভাল এনার্জি ছিল যে আমরা সত্যিই কিছু বিশেষ সৃষ্টি করতে পেরেছি।”

ছবির আরেক অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, “উইন্ডোজের সঙ্গে আমার প্রথম গান ‘তুমি কে’। প্রথমবার শুনেই আমি বুঝেছিলাম এটা অন্যরকম হতে যাচ্ছে। অরিত্রর ভিশন আর ম্যাগির কোরিওগ্রাফি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আর সেই চ্যালেঞ্জ উপভোগ করেছি। মিমি, সোহম ও স্বস্তিকার সঙ্গে কাজ করা খুবই আনন্দের ছিল।”
প্রসঙ্গত, ছবিটিতে রয়েছে এক ঝাঁক প্রতিভাবান অভিনেতাদের সমাবেশ। মূল চরিত্রে একটি জুটি হিসেবে আছেন মিমি চক্রবর্তী এবং সোহম মজুমদার, আর অন্য জুটি হিসেবে রয়েছেন বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা।
