বদলেছে ক্যালেন্ডার। শুরু হয়েছে নতুন একটা বছর। ৩৬৫ দিনের উপন্যাসের প্রথম পাতা আজ। আর সেই প্রথম দিনই রীতিমত ধামাকা করে চমক দিল উইন্ডোজ প্রোডাকশন হাউজ। এই প্রযোজনা সংস্থার নতুন এবং আগামী ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' -এর কথা তো সকলে ইতিমধ্যেই জেনে গিয়েছেন। কিন্তু ২০২৬ সালে আর কী কী ছবি নিয়ে আসছে উইন্ডোজ, সেটাই ১ জানুয়ারি ঘোষণা করে দিল।
উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে এদিন সকাল সকাল একটি পোস্ট করা হয়, সেখানে দেখা যাচ্ছে তিনটি ছবির পোস্টার। অর্থাৎ ২০২৬ সালে এই প্রযোজনা সংস্থার তরফে তিনটি ছবি নিয়ে আসা হতে চলেছে। তিনটি ছবির মধ্যে একটি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। বাকি দু'টো কী কী?
২০২৪ সালে মুক্তি পাওয়া 'বহুরূপী' বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম চর্চিত, প্রশংসিত এবং ব্যবসা করা ছবি। সেই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় এবং জুটি দারুণ ভাবে নজর কেড়েছিল। এবার সেই ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু' মুক্তি পাবে ২০২৬ সালেই। তবে কবে? সেই দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। দর্শক অনুমান করছে হয়তো পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। অভিনয় কারা থাকবেন সেটাও এখনও স্পষ্ট নয়। ছবির পোস্টারে এক ব্যক্তির মুখ এবং আঙুলের ছাপ দেখা যাচ্ছে। বলাই বাহুল্য সবটাই সোনালি রঙের। এই ছবির পরিচালনা করবেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
এছাড়া আসছে 'ফুল পিসি ও এডওয়ার্ড'। সাসপেন্স, রহস্যকেন্দ্রিক ছবি হতে চলেছে এটি। পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, প্রমুখকে দেখা যেতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ছবির একটি পোস্টারে দেখা হচ্ছে উলের বল, কাটার পাশাপাশি একটি আতস কাচ রাখা। আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে একটি বিরাটাকার রাজবাড়ির সামনে বসে রয়েছে সাদা রঙের বিড়াল। এই ছবিটির পরিচালনাও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় করবেন।
এছাড়া জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত রয়েছেন। আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বড়পর্দায় আসছে ছবিটি।
প্রসঙ্গত, চলতি বছরেই ২৫ বছর হতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের। আর সেই উপলক্ষ্যে এই চমক দিল প্রযোজনা সংস্থা। ২০২৬ সালে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে ঘোষণা করে লেখা হয়, 'নতুন বছরের নতুন চমক। উইন্ডোজের ২৫ বছর হতে চলেছে আরও রঙিন। এই বছর আমরা আসছি এক ঝাঁক নতুন গল্প নিয়ে। দেখা হবে বড় পর্দায়।' এই প্রযোজনা সংস্থার শেষ মুক্তি পাওয়া ছবি 'রক্তবীজ ২', পুজোর সময় মুক্তি পেয়েছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত ছবিটি।
