সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

'সনম তেরি কসম ২'-এ সলমন?


২০১৬ সালে মুক্তি পেয়েছিল হর্ষবর্ধন রানে ও মাওরা হুসেন অভিনীত ছবি 'সনম তেরি কসম'। মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবির গান এবং অভিনেতা, অভিনেত্রীর অভিনয় মন‌ ছুঁয়ে গিয়েছিল দর্শকের। মুম্বইসংবাদ মাধ্যম সূত্রে আগেই খবর এসেছিল এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন নির্মাতারা। ইতিমধ্যেই পুণরায় মুক্তি পেয়েছে ছবিটি। জানা যাচ্ছে, ছবির সিক্যুয়েলে নাকি থাকতে পারেন সলমন খান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।


ববির হয়ে হৃতিকের অটোগ্রাফ!


সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী পূজা হেগড়ে তাঁর সহ-অভিনেতা হৃতিক রোশনকে নিয়ে একটি মজার ঘটনা ভাগ করেন। তিনি জানান, হৃতিক রোশন নাকি তাঁর প্রথম অটোগ্রাফ ববি দেওলের নামে দেন। আসলে বিমানবন্দরে হৃতিককে রোদচশমায় দেখে 'বরসাত' ছবিতে ববি দেওলের লুকের সঙ্গে অনুরাগীরা গুলিয়ে ফেলেন। এরপর যখন তাঁর অটোগ্রাফ চান অনুরাগীরা, তখন তিনি তাঁদের নিরাশ না করে ববি দেওলের নামেই অটোগ্রাফ দেন।


ফের জুটিতে রণবীর-সারা


রোহিত শেঠির পরিচালনায় হিন্দি ছবি 'সিম্বা'য় জুটি বেঁধেছিলেন রণবীর সিং ও সারা আলি খান। ২০২৫-এ ফের একবার জুটি বাঁধতে চলেছেন রণবীর-সারা। সমাজমাধ্যমে রোহিত শেঠি ছবির ঝলক ভাগ করে এই সুখবর দেন। সঙ্গে এও জানান যে, এই ছবিতে থাকবে ভরপুর রোম্যান্স।