নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার বদলা 'অপারেশন সিঁদুর'। বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদীদের বন্দুকের গুলিতে ঝাঁজরা হয়েছে একাধিক নিরীহ প্রাণ। আর সেই ভয়াবহ জঙ্গিহামলার জবাবের নাম ভারতের 'অপারেশন সিঁদুর'। দেশের উত্তপ্ত আবহে বিনোদন জগতের একাধিক তারকা দেশের সেনাবাহিনীর জয়গান গেয়েছেন।
এবার 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নং ওয়ান'-এর মঞ্চে। এই শো-এ বাংলার মহিলাদের কথা ফুটে ওঠে। তাঁদের সাফল্য, তাঁদের জীবনের নানা অদেখা দিকের খোঁজ মেলে এই রিয়্যালিটি শো-এর মঞ্চে।
প্রতিদিন মহিলাদের জীবনকাহিনি মনের জোর জোগায় অন্য মহিলাদের। বহুদিন ধরেই এই শো-এর সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর মঞ্চে এলেন 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী সুপর্ণা শাহ। ওই পর্বের ঝলক ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এদিন সুপর্ণা জানান তাঁর অভিজ্ঞতার কথা।
যখন দেশবাসী ঘুমে আচ্ছন্ন, তখন ভারতের সেনাবাহিনী রণক্ষেত্রে। ঘুম আসে না সুপর্ণার চোখে। তিনি জানান, মেয়ের বয়স সবে চার বছর। বাবাকে এখনও পর্যন্ত কাছে পায়নি সে। তবে স্বামীকে নিয়ে গর্ববোধ করেন সুপর্ণা। ভাগ করে নেন আরও অনেক অজানা কথাও। আগামী ২৭ মে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি।
