প্রেমের রং লাল আর পুজো মানেই প্রেম। ঠিক তেমনই পুজোর আগে আরও রঙিন জি বাংলার জনপ্রিয় জুটিরা। দুর্গাপুজোর জন্য নতুন প্রোমোতে দারুন লুকে দেখা যাচ্ছে দর্শকদের প্রিয় জুটিদের। রয়েছে নতুন ধারাবাহিকের জুটিরাও। তবে জি-এর পুজো স্পেশাল এই প্রোমোতে একমাত্র দেখা গেল না অন্যতম প্রিয় জুটি আর্য-অপর্ণাকে। জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের অপর্ণা থাকলেও প্রোমোতে নেই আর্য অর্থাৎ অভিনেতা জিতু কমল।
'জগদ্ধাত্রী', 'তুই আমার হিরো', 'ফুলকি', 'কনে দেখা আলো', 'জোয়ার ভাটা', 'পরিণীতা' সহ সব ধারাবাহিকের জুটিদের মিষ্টি মুহূর্তের ঝলক সামনে এসেছে। তবে 'চিরদিনই তুমি যে আমার' থেকে দেখা গেল একা দিতিপ্রিয়া রায়-কে। অন্যদিকে, 'সারেগামাপা'-র জন্য আবির চট্টোপাধ্যায় এবং রান্নাঘরের জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায় থাকলেও এই প্রোমোতে দেখা যায়নি 'দিদি নাম্বার ওয়ান'-এর জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কেও।
আরও পড়ুনঃ ‘আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন কিছুটা হলেও বাংলা ছবির হাল ফিরত’, বললেন অঞ্জন-কন্যা চুমকি
'চিরদিনই তুমি যে আমার'-এর নায়িকা থাকলেও কেন নায়কের দেখা মিলল না? প্রোমো দেখার পর থেকেই এই প্রশ্ন তুলেছেন নেটিজনরা। এমনকী ক্ষোভে ফেটে পড়েন জিতুর অনুরাগীরা। অনেকেই লিখেছেন, ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে জিতুকে, অত্যন্ত অন্যায় করা হয়েছে অভিনেতার সঙ্গে। এই বিষয়ে আজকাল ডট ইন এর তরফ থেকে জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।'

কিছুদিন আগেই জিতুর বিরুদ্ধে অভিযোগ আনেন দিতিপ্রিয়া। সেই সময় জিতু হোয়াটসঅ্যাপে তাঁদের কথোপকথন সামনে আনেন। এরপর ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিলেও দিতিপ্রিয়া নিজে থেকে সমাজ মাধ্যমে লেখেন যে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। জিতুর বিরুদ্ধে আনা অভিযোগের পোস্ট তিনি মুছে দিচ্ছেন। আগের মতো কাজ শুরু হয়, পর্দায় দিনে দিনে আর্য-অপর্ণা জুটিকে কাছাকাছি দেখতে পান দর্শকরা। তবে পুজোর প্রোমোতে জিতুকে দেখতে না পেয়ে বহু অনুরাগী চ্যানেলের বিরুদ্ধে ফের অভিযোগ করতে শুরু করেছেন।

ঠিক কী কারণে সব জুটিকে দেখা গেলেও একমাত্র বাদ পড়লেন জিতু কমল? বিশেষ কোনও কারণে এই শুটিংয়ে থাকতে পারেননি অভিনেতা? এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ জিতু কমল। তবে অনেকেই ভাবছেন, গত কয়েক দিনের ঘটনার জেরে প্রোমোতে রাখা হয়নি অভিনেতাকে। এমন বিশেষ প্রোমো থেকে একটি ধারাবাহিকের নায়ককে বাদ দেওয়ার মতো ঘটনা এর আগে তেমন চোখে পড়েনি। যা নিয়ে আপাতত তোলপাড় সামাজিক মাধ্যম।
