সংবাদসংস্থা মুম্বই: ছিলেন রাজ কুমার যাদব। হলেন রাজকুমার রাও। কেরিয়ারের জন্য সংখ্যাতত্ত্ব মানতে কেন বাধ্য হয়েছিলেন অভিনেতা?
বলিউডে সংখ্যাতত্ত্বের ব্যবহার নতুন নয়। আগেও তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা এই তত্ত্বের সাহায্য নিয়েছেন। বাদ পড়েননি রাজকুমারও। শুধু তাই নয়, তিনি নিজের নামে অতিরিক্ত "এম" জুড়েছেন। কিন্তু কেন? 
রাজকুমার আদতে গুরগাঁওয়ের বাসিন্দা। কিন্তু তাঁর আসল নাম শুনে অনেকেই ভাবতেন তিনি দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে এসেছেন। এর পরে মায়ের কথাতেই সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়েছিলেন অভিনেতা। 
এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল এবং প্রতিভাবান অভিনেতা হলেন রাজকুমার রাও। "ট্র্যাপড", "নিউটন", "স্ত্রী", "লুডো","শহীদ", "বাধাই হো" সহ একাধিক হিট ছবি তিনি দিয়েছেন বলিউডকে। আর কিছুদিন পরেই মুক্তি পাবে বায়োপিক "শ্রীকান্ত", যেটি পরিচালনা করছেন তুষার হিরানন্দানি। পাশাপাশি "মিস্টার এন্ড মিস্টার মাহি" ও "স্ত্রী ২" ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। 
দিবাকর বন্দ্যোপাধ্যায়ের "লাভ সেক্স ওর ধোকা" দিয়ে ২০১০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন রাও। ১০ মে, ২০২৪, মুক্তি পেয়েছে তাঁর "শ্রীকান্ত"! শিল্পপতির বায়োপিকে অভিনেতার লুক নজর কেড়েছিল অনেক আগেই। সমালোচকরা বলছেন, "এটাই অভিনেতার সেরা পারফরম্যান্স"! ছবিতে দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকাকে এই ছবিতে দেখা যাবে শিক্ষিকার ভূমিকায়। তাঁর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া এফ. এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শারদ কেলকার এবং জামিল খান সহ অন্যান্যরা।