সংবাদসংস্থা মুম্বই: 'স্ত্রী ২'-এর সাফল্য দর্শক মহলে রাজকুমার রাওয়ের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'মালিক'। ছবির প্রচারে এসে শাহরুখকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজকুমার।
সাধারণত, 'কিং খান'-এর সাফল্যের চাবিকাঠি নিয়ে কৌতূহলে থাকেন বহু তারকারা। কেউ কেউ আবার জীবনে চলার পথে শাহরুখের থেকে পরামর্শও নেন। এই তালিকায় নাম লিখিয়েছেন রাজকুমারও। তাঁর বিলাসবহুল বাড়ি কেনার মূলে ছিল শাহরুখের হাত, এমনটাই জানিয়েছেন অভিনেতা।
তিনি জানান, মুম্বইয়ে ৪৪ কোটি টাকায় বাড়িটি কেনা কতটা ঠিক হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন। ঠিক সেই সময় শাহরুখের সঙ্গে দেখা হয় তাঁর। রাজকুমারের বাড়ি কেনার ভাবনা শুনে শাহরুখ তাঁকে বলেছিলেন, "সব সময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কেনা উচিত। যাতে ভগবানের নজর কাড়ে তোমার কাজে। যাতে তিনি তোমায় ভবিষ্যতে আরও সাফল্যের দিকে এগিয়ে দেন। তুমিও নিজের চাহিদা মেটাতে আরও মন দিয়ে কাজ করতে পার।"
শাহরুখের এই কথা মনে জোর দেয় রাজকুমারের। এরপরেই তিনি ৩,৪৫৬ বর্গফুটের বিলাসবহুল বাড়িটি কিনে নেন। এবং স্ত্রী পত্রলেখার সঙ্গে এখন সেখানেই সংসার পেতেছেন অভিনেতা।
