সংবাদসংস্থা মুম্বই: মাঝেমধ্যেই ছেলে সলমন খানকে নিয়ে নানা কথা বলতে শোনা যায় বাবা সেলিম খানকে।‌ ছেলের জীবনের অজানা তথ্যও কথার ছলে ফাঁস করেন তিনি। বাদ যান না নিজের জীবনের গোপন কথা ফাঁস করতে। সালমার সঙ্গে দাম্পত্যে কোনওরকম গোলযোগ ছাড়াই হেলেনকে বিয়ে করেছিলেন সেলিম খান। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে কোন চোখে দেখেছিলেম 'ভাইজান'? 

 


জানা যায়, বাবার দ্বিতীয় বিয়ের খবর সলমনের কানে পৌঁছতেই তাঁর জীবন ওলটপালট হয়ে যায়। মা সালমার অত্যন্ত কাছের সন্তান তিনি, সহ্য করতে পারেননি তাঁর চোখের জল। কেবল সলমন নন, সেলিমের দ্বিতীয় বিয়েকে শুরুতে সমর্থন করেননি খান পরিবারের কেউই। সলমন এক সাক্ষাৎকারে বলেওছিলেন, ‘আমি মাম্মাস বয়। কখনও মায়ের চোখের জল সহ্য করতে পারিনি। হেলেনকে বিয়ে করে বাবা হয়ে ওঠেন আমার শত্রু।’

 


এদিকে সেলিম জানান এক সময়ে প্রথম স্ত্রী ও তাঁর সন্তানদের নিজেই জানিয়েছিলেন, হেলেনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। প্রথমে নাকি বিষয়টি ভাল ভাবে গ্রহণ করেননি সালমা খান। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “প্রথম খবরটা দেওয়ার পরে, ও (সালমা খান) কিন্তু আমার সঙ্গে হাত মেলায়নি। আমাকে খোঁচা দিয়ে বলেছিল, কী ভাল কাজই না আমি করছি! প্রথমে আমাদের সমস্যা হয়েছিল ঠিকই। কিন্তু সেটাখুবই অল্প দিনের জন্য। পরে সব কিছু মেনে নেওয়া হয়।”

 

 

সেলিম বলেন, “ওদের বলেছিলাম, ‘আমার আর একটা ব্যক্তিগত জীবন রয়েছে। আমি ওকে (হেলেন) বিয়ে করেছি। কিন্তু তোমাদের থেকে আমার কোনও প্রত্যাশা নেই। মায়ের মতো ওঁকে ভালবাসবে, এমন আমি আশা করছি না। শুধু ওঁকে একই রকম সম্মান করবে, এটুকুই চাই’।”