সংবাদ সংস্থা মুম্বই: ১৬ বছর বয়স থেকে অভিনয়। তিন বছরের মধ্যে ২১টি ছবি! তার মধ্যে বেশ কয়েকটি সুপারহিট। অভিনয় জগতে প্রবেশ করেই বলিউডে ছাপ ফেলেছিলেন দিব্যা ভারতী। পাশাপাশি ছাপ ফেলেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমাতেও। তাঁর রূপ-লাস্যে উত্তাল ছিল জনতামহল। কিন্তু ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। হত্যা, আত্মহত্যা না কি দুর্ঘটনা? তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। শোনা যায়, দিব্যার সঙ্গপ্রার্থী থেকে পাণিপ্রার্থী হয়েছিলেন একাধিক বলি-তারকা। একবার গোবিন্দা অকপটে স্বীকার করে ফেলেছিলেন তিনি দিব্যার রূপে মুগ্ধ। এতটাই যে প্রায় চোখে হারানোর সামিল। তখন তিনি কিন্তু বিবাহিত। কোনও অভিনেত্রীর নাম করে বলেছিলেন ফের দ্বিতীয়বার বিয়ে করতে চান তিনি! অবশ্য বুদ্ধিমানদের বুঝতে অসুবিধে হয়নি গোবিন্দার ইঙ্গিত কার দিকে ছিল।
পুরোনো এক সাক্ষাৎকারে গোবিন্দা জানান তিনি দিব্যা ভারতীর রূপে মুগ্ধ। বলা ভাল, পুরোপুরি বুঁদ তিনি। আরও জানান, দিব্যার সেই রূপের আঁচ থেকে কোনওরকমে নিজেকে বাঁচাচ্ছেন তিনি! গোবিন্দা আরও বলেন, “আমি ভাগ্যে বিশ্বাসী। যা হওয়ার তা হবেই। আমার জুহিকে খুব ভাল লাগে। দিব্যাকেও দারুণ লাগে। দিব্যা যেমন আকর্ষণীয় তেমনই লাস্যময়ী। ওঁর রূপকে অগ্রাহ্য করা একজন পুরুষের পক্ষে প্রায় অসম্ভব! এই যে এসব কথা বলছি তা শুনলে আমার স্ত্রী সুনীতার খারাপ লাগতে পারে, কিন্তু ওর এটাও বোঝা উচিত আমি কিন্তু দিব্যার রূপের আগুনের আঁচ থেকে নিজেকে এখনও বাঁচিয়ে রেখেছি।”
এরপর নিজের দ্বিতীয় বিয়ের সম্ভাবনার কথাও বলেছিলেন ‘হিরো নম্বর ১’। “কাল কে দেখেছে ভাই? এমনও তো হতে পারে অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্কে জড়ালাম এবং তাঁকেই বিয়ে করে ফেললাম। সুনীতার কিন্তু এসব সম্ভাবনার কথা জেনে প্রস্তুত থাকা উচিত। তবেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব আমি। আর তাছাড়া আমার কুষ্ঠিতেও দ্বিতীয় বিয়ের যোগের কথা লেখা রয়েছে।”
