সংবাদসংস্থা মুম্বই: রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে 'গোলিয়ো কি রাসলীলা: রামলীলা'র শুটিং সেট থেকে একে অপরের প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। কিছুদিন আগেই রণবীর-দীপিকার কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। যদিও মেয়ের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেননি এই জুটি। 

 

 

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দুই রণবীরকে একসঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা যায়। বলিউডের জনপ্রিয় একটি টক শোয়ে রণবীর সিং ও রণবীর কাপুর দু'জনেই উপস্থিত ছিলেন। তখন রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, তিনি ব্যাচেলর ট্রিপে কোন অভিনেতাদের সঙ্গে নিতে চান? জবাবে তিনি বলেন, শাহরুখ খান, সইফ আলি খান ও আদিত্য রায় কাপুর। সেই সময় পাশে বসা রণবীর সিং বলেন, "একি আমি বাদ! আর কোনওদিন তোমার সঙ্গে টক শোয়ে আসব না।" যদিও এই কথোপকথন পুরোটাই মজার ছলে। 

 

 

ওই সাক্ষাৎকারেই দু'জনকে প্রশ্ন করা হয়, দীপিকার সঙ্গে দু'জনেই সম্পর্কে থাকার কারণে কী তাঁদের একে অপরের সঙ্গে সাক্ষাতে অস্বস্তি হয়? জবাবে রণবীর সিং বলেন, "একেবারেই নয়। সেটা হওয়া উচিৎ নয়। এমনকী আমরা সবাই খুব ভাল বন্ধু।" রণবীর কাপুরের কথায়, "দীপিকার সঙ্গে বহু বছর আগে বিচ্ছেদ হয়েছে। এবার এই ধরণের প্রশ্ন থেকে বেরনো উচিৎ। দীপিকা আর রণবীর একে অপরের পরিপূরক। আমি সবসময় ওঁদের জন্য শুভকামনা করি।"