আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে হারের স্বাদ আগে পেয়েছে ভারত। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফাইনাল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। আগের দু'বার খুব কাছে এসেও জেতা সম্ভব হয়নি। এবার কি অভীষ্ট সিদ্ধি হবে? ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলছেন, ''আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, আগামিকাল আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আশা রাখি আগামিকাল সব ঠিকঠাক হবে।''
ঘরের মাঠে ফাইনাল। অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। ফলে দেশ জুড়ে একটা উৎসবের মতো অবস্থা। ফাইনালের টিকিটের দাম চড়েছে হু হু করে। সেই সঙ্গে টিকিটের জন্য দেখা যাচ্ছে লম্বা লাইন।
নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লক্ষ টাকা ছাড়িয়েছে বলেই খবর। এদিকে ফাইনালের আগে খবর ছড়িয়েছিল ফাইনালের টিকিটই নাকি এখনও ছাপা হয়নি। শোনা যাচ্ছিল সমর্থকরা নাকি টিকিট কাটতে পারছেন না। প্রশ্ন উঠে গিয়েছিল, ফাইনালের টিকিট বিক্রিতে এত দেরি কেন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ উগরে দেন। পরে জানা যায় টিকিট কাটার জন্য উৎসাহী জনতা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পর ফাইনালের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অজিদের রান তাড়া করতে নেমে জেমিমার অসাধারণ ইনিংসে ভারত অবশেষে রান তাড়া করে জিতে যায় ম্যাচ। সেমি-যুদ্ধে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৩৪,৬০০ জন।
