আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে হারের স্বাদ আগে পেয়েছেন। এবার জিততে চান ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফাইনালের আগে সাংবাদিকদের সামনে ভারতের অধিনায়ক বলেন, ''আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, আগামিকাল আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আশা রাখি আগামিকাল সব ঠিকঠাক হবে।''
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হচ্ছে রবিবার। অস্ট্রেলিয়া,ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পাশাপাশি নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব ক্রিকেট। ২০০৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে রানার্স আপ হওয়ার পর এ বার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের সোনার ম্যাচে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারত। সেদিক থেকে দেখলে সেমিফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার প্রতিশোধই নিল। তূরীয় মেজাজে রয়েছেন ভারতের মেয়েরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে রান তাড়া করে ভারত জিতেছে। হরমনপ্রীত বলছেন, ''আমরা নিজেদের মধ্যে কথা বলছি। খেলাটা যখনই উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, তখনই আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। এটি আমার এবং গোটা দলের জন্য গর্বের একটি গর্বের মুহূর্ত। আমার মনে হয় যেভাবে আমরা শেষ দুটি ম্যাচে খেলেছি তাতে দেশ গর্বিত হবে।''
ফাইনালে ওঠার কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন কোচ মুজুমদার। তবে ভারতীয় দলের অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন কোচকেই। কয়েক দিন আগের কথা বলেছেন হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের কাছে হারের পর কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। কোচ শুধু বলেছিলেন, ‘ম্যাচটা তোমাদের অবশ্যই জেতা উচিত ছিল। কোচের ওই কথা দলের সকলের মধ্যে একটা জেদ তৈরি করে দেয়। আমরা একটি জিনিস বিশ্বাস করি। তা হল, স্যার যা বলেন, একদম মন থেকে বলেন। উনি বিশ্বাস করেন বলেই বলেন। স্যারের ওই কথার পর দলের সকলের সঙ্গে কথা বলি। সবাই কী ভাবছে, বোঝার চেষ্টা করি। ওদের বলি, স্যার আমাদের কাছে ঠিক যেটা প্রত্যাশা করেন, আমাদের সেটাই করি উচিত। কারণ, গোটা দেশও সেটাই আশা করে। প্রত্যেকে ইতিবাচকভাবে নিয়েছিল বিষয়টা। সেমিফাইনালের ফল সেটারই প্রমাণ। সকলে দেখেছে, আমরা কেমন খেলেছি।’ এটা ঘটনা, হরমনপ্রীত বোঝাতে চেয়েছেন, সে দিনই কোচের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলেন তাঁরা। হরমনপ্রীত জানিয়েছেন, সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে সফলভাবে বড় রান তাড়া করা সহজ হয়েছে সেই জেদের জন্যই। সেমিফাইনালের বিরতিতে কোচ কী বলেছিলেন হরমনপ্রীতদের? মুজুমদার বলেছেন, ‘বিরতিতে ক্রিকেটারদের সঙ্গে কয়েকটা কথা বলেছিলাম। অল্প কিছু পরামর্শ দিয়েছিলাম। তবে দলের সকলে খুব একাত্ম ছিল।’
আর একটি ধাপ বাকি। আগের দু'বার খুব কাছে গিয়েও স্বপ্ন সত্যি হয়নি। এবার কী হবে? উত্তর দেবে সময়।
