আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালে মারা গিয়েছেন সঙ্গীতশিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের ফেসবুক পোস্টে মুখমন্ত্রী লিখেছেন, "আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত। কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করে এসেছিলাম। প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি। যতদিন বাংলা গান থাকবে, 'আমি বাংলায় গান গাই' বাঙালির মুখে মুখে ফিরবে।"
মুখ্যমন্ত্রী আরও লেখেন, "আমি গর্বিত, এমন গুণী মানুষকে আমাদের সরকার তাঁর যোগ্য সম্মাননা জানাতে পেরেছিল। রাজ্যের সর্বোচ্চ সম্মান 'বঙ্গবিভূষণ' থেকে শুরু করে 'সঙ্গীত সম্মান', 'সঙ্গীত মহাসম্মান', 'নজরুল স্মৃতি পুরস্কার' সবই তিনি পেয়েছেন। আমি প্রতুলদার পরিবার, বন্ধুবান্ধব ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।"
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকাল ১১.৪০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। বেশ কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায় বলেন, "ফুসফুস ও বিভিন্ন অর্গানে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।" রেকটাম ক্যানসারেও আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুর আগে দেহ দান করে গিয়েছিলেন শিল্পী। তাই রবীন্দ্রসদনে শায়িত রাখার পর মরদেহ ফিরিয়ে আনা হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই সম্পন্ন হবে দেহ এবং চক্ষু দানের প্রক্রিয়া।
