টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
গুজব নিয়ে ক্ষুব্ধ মাহি
মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মাহি বিজ তাঁর স্বামী অভিনেতা জয় ভানুশালির সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মাহি ইনস্টাগ্রামে এক পোস্টে এই সমস্ত দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন যে, ভুয়ো তথ্য ছড়ালে তিনি আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।
মাহির এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে ১৪ বছরের বিবাহিত জীবন শেষে এই দম্পতি বিচ্ছেদের পথে। একটি ইনস্টাগ্রাম পেজে এমনও লেখা হয়েছিল, ‘শেষ! ১৪ বছরের দাম্পত্যের পর জয় ভানুশালি ও মাহি বিজ বিচ্ছেদ করছেন। সূত্রের খবর, জুলাই থেকে আগস্টের মধ্যে তাঁদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিন সন্তানের হেফাজতের বিষয়টিও ঠিক হয়ে গেছে।”
একটি প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়, তাঁদের সম্পর্কে আস্থার অভাবই বিচ্ছেদের মূল কারণ। শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল মেয়ে তারার জন্মদিনের অনুষ্ঠানে। এইসব গুজবের জবাবে মাহি সেই ইনস্টাগ্রাম পোস্টের নিচে মন্তব্য করেন, ‘ভুল গল্প পোস্ট করবেন না। আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
বিবেকের বড় পদক্ষেপ
বিবেক ওবেরয় নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রাবণের ভাই বিভীষণ চরিত্রে অভিনয় করছেন। তবে অভিনয় নয়, বিবেকের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নজর কেড়েছে। তিনি এই ছবির পুরো পারিশ্রমিক দান করছেন ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য।
এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি নমিতকে (প্রযোজক নমিত মালহোত্রা) জানিয়েছি, আমি এই ছবির জন্য এক টাকাও নেব না। আমি চাই এই অর্থ ক্যানসারে ভুগছে এমন শিশুদের চিকিৎসায় ব্যয় হোক। আমি এই প্রোজেক্টকে ভালবাসি এবং বিশ্বাস করি এটি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “রামায়ণ শুধুই পৌরাণিক নয়, এটি আমাদের ইতিহাস। পুরো টিম—নমিত, নীতেশ, ইয়াশ, রাকুল—সবাই মিলে অসাধারণভাবে কাজ করছি। আমার এখনও কয়েক দিনের শুটিং বাকি।”
বিবেকের এই মানবিক উদ্যোগ চলচ্চিত্র জগতের বাইরেও প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করেছেন, তাঁর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, সত্যিকারের নায়ক কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও চেনা যায়।
সুরজকে নিয়ে মিথ্যা রটনা
অভিনেতা সুরজ পাঞ্চোলি সম্প্রতি স্পষ্ট জানিয়েছেন যে তিনি চলচ্চিত্রজগৎ থেকে সরে যাচ্ছেন — এমন খবর সম্পূর্ণ ভুয়ো। বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক সংক্ষিপ্ত বার্তায় সুরজ লেখেন, ‘কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আমি সিনেমা ছেড়ে দিয়েছি। আমি পরিষ্কার করে জানাতে চাই — এই খবর একেবারেই মিথ্যা।’
