বলিউডের 'কিং খান' শাহরুখ খানের অনুরাগীদের মন্নতের সামনে ভিড় জমানো নতুন কিছু নয়। কিন্তু এবার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একেবারে অভিনব কৌশল অবলম্বন করলেন। ডেলিভারি বয়ের ছদ্মবেশে তিনি 'বাদশা'র বাড়ি অর্থাৎ মন্নতে ঢোকার চেষ্টা করেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, ইউটিউবার শুভম প্রজাপত মন্নতের বাইরে দাঁড়িয়ে জানান, তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে চান। কিন্তু নিরাপত্তারক্ষীরা স্বাভাবিকভাবেই তাঁকে ঢুকতে দেয়নি। তখনই তাঁর মাথায় আসে অভিনব এক পরিকল্পনা। তিনি অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ থেকে দুই কাপ কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য, অন্যটি কিং খানের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি পৌঁছলে শুভম সেটি নিজের হাতে নিয়ে সরাসরি মন্নতের দরজায় পৌঁছে যান।
মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি চলে এলে শুভম প্রকৃত ডেলিভারি এজেন্টকে ডেলিভারি ব্যাগটি হস্তান্তর করতে এবং অর্ডারটি এগিয়ে নিতে রাজি করান। ডেলিভারি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সে আত্মবিশ্বাসের সঙ্গে মন্নতের মেইন গেটের দিকে হেঁটে যায়, কোল্ড কফি ডেলিভারি দেওয়ার ভান করে। সামনের গেটের প্রহরী অবশ্য তাকে ভিতরে ঢুকতে দেয় না এবং পরিবর্তে তাঁকে গোপন পিছনের দরজায় যেতে বলে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shubham Prajapat (@madcap_alive)
সেখানে নিজেকে ডেলিভারি বয় পরিচয় দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে শাহরুখের সিকিউরিটি গার্ড তাঁকে থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে ধরাও পড়ে যান তিনি। এই রসিকতা মুহূর্তেই ভিডিওটিকে আরও উপভোগ্য করে তোলে। শেষ পর্যন্ত অবশ্য শুভমের পরিকল্পনা ভেস্তে যায় এবং তিনি ভিতরে প্রবেশ করতে পারেননি।
পুরো ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই শুভমের সাহস ও বুদ্ধিকে মজাদার বলে মন্তব্য করেছেন। আবার অনেকে গার্ডদের তৎপরতা ও রসবোধের প্রশংসা করেছেন।
তবে জানা যাচ্ছে, এই ভিডিওটি সম্ভবত কিছুদিন আগের। কারণ বর্তমানে শাহরুখ খান ও তাঁর পরিবার মন্নতে থাকছেন না। ওই বাড়িতে এখন সংস্কারের কাজ চলছে। ফলে বাস্তবে কিং খানের সঙ্গে দেখা করার সুযোগ এই ইউটিউবার পাননি।
সব মিলিয়ে, শুভম প্রজাপতির এই অভিনব কিন্তু ব্যর্থ পরিকল্পনা প্রমাণ করে দিল—তারকার প্রতি অনুরাগীদের ভালবাসা কখনও কখনও কতটা কল্পনাপ্রবণ ও মজার হতে পারে। একই সঙ্গে শাহরুখ খানের বাড়ির নিরাপত্তাকর্মীরা আবারও দেখালেন কীভাবে হাস্যরস বজায় রেখেও পরিস্থিতি সামাল দেওয়া যায়।