সংবাদসংস্থা মুম্বই: 'টুয়েল্ভথ ফেল' এর পরে সম্পূর্ণ নতুন রূপে বিক্রান্ত ম্যাসি ধরা দিলেন 'ব্ল্যাক আউট'এ। দেবাং শশিন ভাবসার পরিচালিত, এই কমেডিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন মৌনি রায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুনীল গ্রোভার, যীশু সেনগুপ্ত এবং আরও অনেকে। ছবির টিজার সাড়া ফেলেছে ইতিমধ্যেই। 
 "ম্যায় সময় হুঁ অর আজ মে ইয়ে বাতানে আয়া হুঁ কি তুমহারা ওয়াক্ত বদলনে ওয়ালা হ্যায়"... এই ভয়েসভার দিয়েই শুরু হয়েছে 'ব্ল্যাকআউট'-এর টিজার। একটি দুর্ঘটনায় পড়ে টাকা ও গয়না ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্রান্ত। গাড়ি নিয়ে ছুটতে থাকেন তিনি। এদিকে বন্দুক হাতে মারমুখী মৌনি। ছুটছেন সুনীল। বৃষ্টি ভেজা রাতে বিক্রান্তের গলায় গান - 'বাদশাহ ম্যায় বাদশাহ'! সময় কীভাবে বদলে দেবে সকলের জীবন? সেই উত্তর নিয়েই সেজে উঠেছে চিত্রনাট্য। হলুদ হুডি পরা বিক্রান্তকে এই ছবিতে দেখে অবাক হবেন সকলেই।
'টুয়েল্ভথ ফেল' ছবির জন্য প্রচুর প্রশংসা ও সম্মান অর্জন করেছেন ম্যাসি। এই ছবির পরে বলিউডও তাঁকে চিনেছে সম্পূর্ণ নতুন রূপে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবির জন্য গুজরাট ট্যুরিজমের সঙ্গে ৬৯তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার জিতেছেন তিনি। 
'ব্ল্যাকআউট' আগামী ৭ জুন মুক্তি পাবে ওটিটিতে।