সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

জুটিতে বিজয়-রাধিকা

 

 

কিছুদিন ধরেই বলিউডের অন্দরে চর্চা, এবার নাকি জুটি বাঁধতে চলেছেন রাধিকা মদন ও বিজয় দেবরকোন্ডা। সোশ্যাল মিডিয়ায় বিজয়ের সঙ্গে রাধিকা একটি ছবি ভাগ করে নেওয়ায় এই জল্পনা আরও বেড়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই জুটিকে কোনও ছবিতে নয়, বরং একটি মিউজিক ভিডিওতে দেখা যেতে চলেছে। সূত্রের খবর ওই মিউজিক ভিডিওর নাম 'সাহিবা'।

 

 

শুটিং শুরু 'দ্য দিল্লি ফাইলস’-এর

 

 

সত্য ঘটনার উপর ভিত্তি করে ‘দ্য দিল্লি ফাইলস’ নামক একটি সিনেমা আনতে চলেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার সাফল্যের পর প্রযোজক অভিষেক আগরওয়াল এবং বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ফের একবার জুটি বাঁধতে চলেছেন। অভিষেক আগরওয়াল আর্টস-এর প্রোডাকশন ব্যানার এবং বিবেক অগ্নিহোত্রীর নিজের প্রযোজনা সংস্থা 'আই অ্যাম বুদ্ধ' - এর প্রযোজনায় তৈরি হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস'। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই ছবির। 

 

 

প্রেমে সিলমোহর বেদাঙ্গ-খুশির?

 

 

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোটমেয়ে যে অভিনেতা বেদাঙ্গ রায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তা স্পষ্ট। বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে তাঁদের প্রেম নিয়ে। যদিও এতদিন দু'জনের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। এবার বেদাঙ্গের সঙ্গে প্রেমে সিলমোহর দিলেন খুশি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাগ করে নেওয়া খুশির এই ছবিতে তাঁর হাতের ব্রেসলেটে বেদাঙ্গের নাম দেখা যায়। এই ছবি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় জোর গুঞ্জন দু'জনের প্রেম প্রসঙ্গে।