সুখবর দিলেন বিদ্যা বালান। সঙ্গী অনির্বাণ ভট্টাচার্যের গান। যেন এক অপ্রত্যাশিত যুগলবন্দি। না, এক ছবিতে কাজ করছেন না তাঁরা। নিদেনপক্ষে বিজ্ঞাপন, সিরিজ বা মিউজিক ভিডিও-ও নয়। তা হলে কী ভাবে মিলে গেলেন দুই তারকা?

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা। হালকা গোলাপি রঙের সালোয়ারে সেজে উঠেছেন অভিনেত্রী। কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে লিপস্টিক। কানে ঝুমকো। অনির্বাণ এবং তাঁর ব্যান্ড ‘হুলিগানিজম’-এর প্রথম গান ‘মেলার গান’-এ ঠোঁট মিলিয়েছেন তিনি। তার সঙ্গেই দিয়েছেন সুখবর।

ভিডিওটি পোস্ট করে বিদ্যা লিখেছেন, ‘আজ পুরো বাঙালি মেজাজে প্রস্ফুটিত। কারণ আমার প্রথম হিন্দি ছবি পরিণীতা ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আজ তার প্রিমিয়ার।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vidya Balan (@balanvidya)