মুম্বইয়ের লিলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রবীণ বলিউড অভিনেতা প্রেম চোপড়া। ৮ নভেম্বর বুকে জটিলতা এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৯০ বছর বয়সি এই অভিনেতার দীর্ঘদিনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে। চিকিৎসকরা জানান, তাঁর ভাইরাল সংক্রমণ এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছিল, তবে তিনি কোনও সময়ই সঙ্কটজনক অবস্থায় ছিলেন না। বয়স এবং সামগ্রিক শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় ভাল সাড়া দেওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত এবং শিল্পীমহলে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠান। হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে স্মরণীয় খলনায়কদের মধ্যে অন্যতম প্রেম ইন্ডাস্ট্রির আজও এক প্রভাবশালী এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

চার দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে গিয়েছেন তিনি। ‘প্রেম নগর’, ‘উপকার’, ‘ববি’সহ বহু ছবিতে তাঁর অভিনয় ভিলেন চরিত্রকে নতুন মাত্রা দিয়েছে। ববি ছবির বিখ্যাত সংলাপ, “প্রেম নাম হ্যাঁ মেরা, প্রেম চোপড়া”—আজও হিন্দি ছবির ইতিহাসে অমলিন। পর্দায় ভয়ঙ্কর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি অত্যন্ত নম্র, রসিক এবং কোমল স্বভাবের মানুষ হিসেবে পরিচিত।

বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন অভিনেতা। বিভিন্ন প্রজন্মের ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ৯০ বছর বয়সেও বলিউডের ইতিহাসে তাঁর অবদান অমলিন এবং তাঁর সুস্থতার খবর ভক্তদের কাছে নিঃসন্দেহে স্বস্তির।

আজকাল ডট ইন-কে হাসপাতালের বেড থেকে প্রেম চোপড়া বলেছিলেন, “ব্যাক পেইন নিয়ে ভর্তি হয়েছি। এখন একটু ঠিক আছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এখন একটু ভালই আছি।”

১৯৩৫ সালের ২৩ সেপ্টেম্বর লাহোরে জন্ম হয় প্রেম চোপড়ার। ছোটবেলাতেই পরিবার সহ ভারতে চলে আসেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন অভিনেতা। ১৯৬০ সালে ‘মুর মুর কে না দেখা’ ছবির হাত ধরে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে তিনি কাজ করেছেন তিনশোরও বেশি ছবিতে। বহু ছবিতেই খলনায়ক হয়েও প্রেম চোপড়া ছিলেন পর্দার এক অদ্ভুত আকর্ষণ। আজও তাঁর প্রতিটি চরিত্র ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।

অভিনেতা হিসেবে শুধু খলনায়ক নন, তিনি ছিলেন এক অসাধারণ পারফর্মার, যিনি প্রতিটি চরিত্রে নিজের ছাপ রেখে গিয়েছেন। বলিউডের বহু প্রজন্মের অভিনেতার কাছে তিনি অনুপ্রেরণা। অভিনেতার সুস্থতার খবরে স্বস্তিতে তাঁর অনুরাগীরা।