সোশ্যাল মিডিয়ায় সাহসী ফ্যাশন সেন্স এবং খোলামেলা স্টাইলের জন্য পরিচিত উরফি জাভেদ এবার ভক্তদের উদ্বেগে ফেললেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একাধিক কান্নাভেজা নিজস্বী শেয়ার করেন। যেখানে তাঁকে চোখে জল নিয়ে আবেগঘন অবস্থায় দেখা যায়। ছবিগুলিতে তাঁর মাথায় আঘাতের দাগও স্পষ্ট ধরা পড়ে। তবে এই আঘাতের কারণ বা তাঁর কান্নার পিছনের ঘটনা সম্পর্কে কিছুই জানাননি তিনি।

এর পাশাপাশি উরফি গণেশ চতুর্থী উদযাপনের কিছু ঝলকও শেয়ার করেছেন। তবে কান্নাভেজা ছবিগুলিই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা কমেন্ট সেকশনে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। কেউ লিখেছেন, ‘কী হয়েছে?’  আবার কেউ আবেগভরা মন্তব্য জিজ্ঞাসা করেছেন, ‘তুমি কাঁদছ কেন?’
উরফির এই পোস্ট ঘিরে ভক্তদের একটাই প্রশ্ন— তিনি কি সত্যিই ঠিক আছেন?

উরফি সম্প্রতি নিজের ভক্তদের আরও একবার মুগ্ধ করেছেন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’এ বিজয়ী হয়ে। নিকিতা লুথরের সঙ্গে জুটি বেঁধে তিনি ৪ জুলাই শোয়ের খেতাব জেতেন এবং দু’জনে মিলে পান ৭০.০৫ লক্ষ টাকার পুরস্কার। আমাজন প্রাইম ভিডিওর এই জনপ্রিয় রিয়্যালিটি শো শুরু হয়েছিল ২০ জন তারকা এবং ইনফ্লুয়েন্সারকে নিয়ে। উত্তেজনাপূর্ণ এক ফিনালের শেষে উরফি এবং নিকিতা কৌতুকশিল্পী হর্ষ গুজরালকে হারিয়ে শিরোপা দখল করেন। করণ জোহর সঞ্চালিত এই শোয়ে অংশ নিয়েছিলেন আরও অনেক জনপ্রিয় মুখ। যেমন করণ কুন্দ্রা, রাজ কুন্দ্রা, রাফ্তার, জাসমিন ভাসিন, অংশুলা কাপুর, মহিপ কাপুর, জান্নাত জুবাইর এবং সুধাংশু পান্ডে প্রমুখ।


উরফির এই জয়কে তাঁর কেরিয়ারে এক বড় মাইলফলক হিসাবে ধরে নেওয়া হয়েছে। যা তাঁকে আবার নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উরফি এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন কিছু স্ক্রিনশট। সেখানে দেখা যায়, কয়েকজন নেটিজেন তাঁকে ব্যক্তিগত বার্তায় কটূক্তি পাঠিয়েছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Uorfi (@urf7i)