উরফি জাভেদ—নামটা শুনলেই প্রথম যে শব্দ মাথায় ভেসে ওঠে, তা হল রগরগে বিতর্ক! পাশাপাশি অবশ্যই ফ্যাশনের ছকভাঙা মুখ। কখনও প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক, তো কখনও স্রেফ জাল দিয়ে জড়ানো ড্রেস! নেটদুনিয়ার ‘ফ্যাশন ফায়ারক্র্যাকার’ তিনি। কিন্তু এইবার আলোচনার কেন্দ্রে তাঁর পোশাক নয়—তাঁর প্রেমজীবন!

 

 

বর্তমানে সমাজমাধ্যম তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। 

 

 

 

কিছুদিন আগেই কসমেটিক্স সার্জারিতে বদলেছিল তাঁর মুখের গড়ন। উরফির চেহারার এই হাল দেখে কটাক্ষের ঝড় ধেয়ে এসেছিল তাঁর দিকে। একের পর এক কুমন্তব্যে জর্জরিত হয়েছিলেন উরফি। তবে কেউ কেউ আবার তাঁর যন্ত্রণা বুঝতে পেরে তাঁর ধৈর্য শক্তির প্রশংসা করেছেন। কেউ আবার উরফিকে প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিয়েছেন, তাঁকে কসমেটিক্স সার্জারিতে নিজেকে বদলাতে বারণ করেছেন। তবে এখন ঠোঁটের ফোলা ভাব একেবারে নেই। আগের থেকে যেন আরও উজ্জ্বল উরফির গোলাপী লিপস্টিক পরা ঠোঁট। আগের থেকে অনেক স্বাভাবিক। ফির্লাস সরিয়ে দিয়েছেন। কিন্তু এবার তিনি নিজেই জানিয়েছিলেন লিপ প্লাম্পার করিয়েছেন।

 

এর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকদিন। বর্তমানে ফের নেটপাড়ার চর্চায় উরফি। রবিবার সকালে সমাজমাধ্যমে উরফির ছবি থেকে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা। চোখ থেকে রক্ত পড়ছে উরফির! কী করে হল এমন অবস্থা?

 

 

ইন্সটাগ্রাম স্টোরিতে উরফি নিজের এই ছবি ভাগ করে জানান, তাঁর পোষ্য বিড়াল হঠাৎ এসে আঁচড়ে দিয়েছে। হুট করে এমন অবস্থা হবে তাঁর তা নিজেও বুঝতে পারেননি উরফি।

 

 

প্রসঙ্গত, সম্প্রতি, দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে উরফি নিজেই জানালেন, তাঁর একজন ভালবাসার মানুষ রয়েছে, যিনি থাকেন দিল্লিতে। আর উরফির সেই প্রেমের কাহিনি যেন সরাসরি রোম্যান্টিক সিনেমার চিত্রনাট্য!

 

আরও পড়ুন: ‘ছবির অজুহাতে বয়সে ছোট নায়িকাদের সঙ্গে ফুর্তি’! নিজেকে নিয়ে এবার বিস্ফোরক মাধবন

 

“আমার প্রেমিক ৬ ফুট ৪ ইঞ্চি, ওর কোনও ডিজিটাল উপস্থিতি নেই”—উরফির স্বীকারোক্তি! সাক্ষাৎকারে প্রথমেই উরফিকে তাঁর হাই হিল নিয়ে ঠাট্টা করা হয়। তখনই নায়িকা হেসে বলেন— “আমি ৮.৬ ইঞ্চির হিল পরি, কারণ আমার বয়ফ্রেন্ড ৬ ফুট ৪ ইঞ্চি।”

 

 

 

এই মন্তব্য শুনে সাক্ষাৎকারকারীর চোখ কপালে। সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে—কে এই প্রেমিক? তখন উরফি জানান, তিনি দিল্লির ছেলে এবং তিনি অত্যন্ত লাজুক স্বভাবের। এমনকী, সমাজমাধ্যমেও একটি পোস্টও নেই তাঁর।