বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, তাঁর ব্যক্তিত্বের তেজ আর অকপট মন্তব্য সবসময় সংবাদের শিরোনামে থাকেন। বর্তমানে তিনি ফের একবার 'পাপারাজ্জি কালচার' নিয়ে মুখ খুলে বিতর্কের কেন্দ্রে এসেছেন। তবে এবার তাঁর এই বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব দিলেন বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত মুখ, ফ্যাশন সেনসেশন উরফি জাভেদ। উরফি, তাঁর সাহসী পোশাক এবং স্পষ্ট কথা বলার স্বভাবের জন্য পরিচিত, তিনি জয়া বচ্চনের সমালোচনাকে ঘুরিয়ে নিজের ঢঙে কটাক্ষ করলেন, যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
জয়া বচ্চন সম্প্রতি আধুনিক তারকাদের প্রচারের কৌশল এবং পাপারাজ্জিদের কাজের ধরন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর প্রধান বক্তব্য ছিল, "যদি আপনাকে লোক ডেকে বিমানবন্দরে ছবি তোলানোর ব্যবস্থা করতে হয়, তবে আপনি কেমন তারকা?" এরপর তিনি পাপারাজ্জিদের পোশাক এবং তাঁদের অশালীন মন্তব্যের ধরন নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য ছিল, "এঁরা কিসের তারকা? ড্রেনের পাইপের মতো আঁটোসাঁটো প্যান্ট পরে, হাতে মোবাইল নিয়ে যা খুশি ছবি তুলছে আর যেমন খুশি মন্তব্য করছে।"
জয়া বচ্চনের এই মন্তব্য ইন্ডাস্ট্রিতে একধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, কারণ এটি অনেক তারকার কাছেই অস্বস্তিকর ছিল। কিন্তু যেখানে বেশিরভাগ তারকা এই সংবেদনশীল বিষয়টি নিয়ে চুপ করে থাকাই শ্রেয় মনে করেছেন, সেখানে উরফি জাভেদ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এগিয়ে এলেন। উরফি সব সময়ই ঠোঁটকাটা হিসেবে পরিচিত। তাঁর উত্থানের অনেকটাই ভিত্তি এই পাপারাজ্জি এবং ডিজিটাল মিডিয়ার সাথে তাঁর সুসম্পর্কের উপর। তাই তিনি এই বিষয়ে কোনও রাখঢাক না রেখে, বরং মজার ছলে জয়া বচ্চনের মূল অভিযোগটিকেই মেনে নিলেন।
জয়া বচ্চনের সেই মন্তব্যকেই হাতিয়ার করে উরফি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন, “আমরা তো সেই সেলেব্রিটি, যারা বিমানবন্দরে পাপারাজ্জি ডেকে ছবি তোলাই” তাঁর এই একটি কথায় স্পষ্ট হয়ে যায় যে তিনি একদিকে যেমন জয়া বচ্চনের করা কঠোর মন্তব্যের রসিকতা করেছেন। তেমনই অন্যদিকে আধুনিক তারকা সংস্কৃতিতে প্রচার বা 'ভিজিবিলিটি' ধরে রাখার প্রয়োজনীয়তাও অকপটে স্বীকার করে নিয়েছেন। তাঁর এই জবাব একটি আত্ম-উপলব্ধিজনিত রসিকতা, যা উরফি জাভেদের নিজস্ব 'ব্র্যান্ড ভ্যালু'-র সঙ্গে পুরোপুরি মানানসই।
উরফির এই তীক্ষ্ণ প্রতিক্রিয়া বলিউডের দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির মধ্যেকার ফারাক তুলে ধরে। যেখানে প্রবীণ প্রজন্ম মনে করে—তারকাদের প্রচার স্বতঃস্ফূর্তভাবে আসা উচিত—সেখানে নবীন প্রজন্মের তারকারা বিশ্বাস করেন, দৃশ্যমানতা বজায় রাখার জন্য পাপারাজ্জিদের সঙ্গে ভাব থাকাটা অপরিহার্য। অনেক নেটিজেনের মতে, উরফি যে তাঁর সাহসী ফ্যাশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন, সেই কারণেই হয়তো তিনি পাপারাজ্জি সংস্কৃতিকে অস্বীকার করতে চাননি।
