নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ ফুলকি-রোহিত। দর্শকের থেকে দারুণ ভালবাসা পায় তাদের জুটি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখে যেন চোখ ফেরাতে পারেন না দর্শক। আর সেই ছবি প্রতি সপ্তাহে ফুটে ওঠে টিআরপি তালিকায়। 

 

 

এদিকে, একটু একটু করে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। রোহিতের প্রতি ফুলকির ভালবাসা প্রকাশ পেলেও এখনও পর্যন্ত নিজের মনের কথা ফুলকিকে বলতে পারেনি রোহিত। কিন্তু মনে মনে সে যে ফুলকির ভালবাসায় সাড়া দিচ্ছে তা বুঝতেই পারছে। গল্পে আসছে একের পর এক টুইস্ট। 

 

 

ইতিমধ্যেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন নতুন নায়িকা। অভিনেত্রী মিশমি দাসকে দেখা যাচ্ছে এক ধূসর চরিত্রে। তাঁকে বর্তমানে দর্শক দেখেছেন 'কোন গোপনে মন ভেসে' ধারাবাহিকে 'রোহিণী'র চরিত্রে। এবার একেবারে নতুন লুকে মিশমি এন্ট্রি নিয়েছেন 'ফুলকি'-তে। তাই বিপদ বেড়েছে ফুলকির। কিন্তু এর মধ্যেই ফের জীবন মরণের কোপে পড়ল সে। 

 

 

সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, বেশকিছু দিন ধরেই ভূতের উপদ্রপে বিরক্ত রোহিত-ফুলকি। একদিন রাতে আবারও ফুলকিকে দেখা দেয় সেই ভূত! সত্যিই কী ভূত? নাকি অন্য কেউ? সন্দেহের বশে ফুলকি বাইরে বেরিয়ে দেখতে যায়। এরমধ্যেই পিছন থেকে কেউ গুলি করে তাকে। এরপরেই ভূতের আসল চেহারা সামনে আসে। রুদ্ররূপ সান্যালকে দেখা যায় এই চক্রান্তের মূলে। কী হবে এরপর? ফুলকিকে কি বাঁচাতে পারবে রোহিত? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।